ওয়েব ডেস্ক: ২৬ –র লোকসভাকে সামনে রেখে প্রচার শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। এবার বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আগামী ১৮ জুলাই বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সব ঠিকঠাক থাকলে দুর্গাপুরের (Durgapur)মাঠে সভা করতে পারেন মোদি। এমনটাই খবর বঙ্গ বিজেপি সূত্রে।
২৬-র নির্বাচনের দামামা বাজিয়ে দিয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি। আর সামনেই ২১ জুলাই। গত চব্বিশের নির্বাচনের ক্ষত এখনও ভুলতে পারেনি গেরুয়া শিবির। জেতা আসনগুলিও হাতছাড়া হয়েছে । বর্ধমান দুর্গাপুর ও বর্ধমান পূর্ব – দু’টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল। তাই ছাব্বিশের নির্বাচনের আগে দুর্গাপুর সাংগঠনিক জেলাকে চাঙ্গা করতে তৎপর বিজেপি নেতা কর্মীরা। আগামী ১৮ জুলাই ফের রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি। আসন্ন বঙ্গ সফরে প্রধানমন্ত্রীর জনসভার জন্য বেছে নেওয়া হল দুর্গাপুরকে। সভা করতে পারেন দুর্গাপুরের মাঠে।
আরও পড়ুন: হিন্দি ভাষার বিরুদ্ধে নই, আপত্তি চাপিয়ে দেওয়ায়, বার্তা উদ্ধব শিবিরের
সূত্রের খবর, আগামী ১৮ জুলাই রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী। প্রথমে কথা ছিল, বারাসত, বনগাঁ, বারাকপুর, কলকাতা উত্তর – এই চার সাংগঠনিক জেলা নিয়ে জনসভা করবেন প্রধানমন্ত্রী। সম্ভাব্য সভাস্থল হিসেবে দমদম সেন্ট্রাল জেলের মাঠের কথা আলোচনা হচ্ছিল বলে সূত্রের খবর। এছাড়া বারাসতের কোথাও জনসভা হতে পারে বলেও জানা গিয়েছিল। সেই মত জোরকদমে দলের মধ্যেইঅ প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন কর্মী সমর্থকরা। তবে জল্পনায় ইতি টেনে এবার দুর্গাপুরে করা হল প্রধানমন্ত্রীর জনসভার সভাস্থল।
চব্বিশের নির্বাচনে ধরাশায়ী হয়েছে বিজেপি। সেই কথা মাথায় রেখেই এবার এই জায়গা বেছে নিল বিজেপি? এ নিয়ে স্বভাবতই তুঙ্গে আলোচনা। ছাব্বিশের নির্বাচনে সংগঠনকে ফের ঘুরে দাঁড়ানোর ভোকাল টনিক দিতেই মোদির আসন্ন সফর।
দেখুন অন্য খবর