ওয়েবডেস্ক- ২৫ জুন (25 June) নির্যাতনের সময় কলেজেই (Kasba Law Collage) উপস্থিত ছিলেন কলেজের উপাচার্য নয়না চট্টোপাধ্যায় (Vice-Principal Nayna Chatterjee) । অ্যাটেনডেন্স রেজিস্টার অন্তত সেই কথা বলছে। মনোজিৎ ওরফে ম্যাংগো’র কুকীর্তি ঘুণাক্ষরেও টের পেলেন না উপাচার্য ? রাত ৯.৫০ মিনিটে কলেজ থেকে বের হন উপাচার্য!! তবে কি মনোজিৎ মিশ্রের (Manojit Mishra) ভয়ে তটস্থ ছিলেন উপাচার্যও?
আরজিকর কাণ্ডের পরে কসবা ল’ কলেজে ছাত্রীর উপর পাশবিক অত্যাচারের ঘটনায় ফের সোচ্চার সমাজের সব শ্রেণির মানুষ। মনোজিত মিশ্র এখন এই নাম সকলের মুখে মুখে। জানা গেছে, গণধর্ষণের পরেও কোনও হীনমন্যতা ছিল না তার মধ্যে। উল্টে বেশ খোশ মেজাজেই ছিল এই মনোজিৎ। কলকাতা পুলিশের তরফে জানা গেছে, এই কাণ্ডের প্রধান অভিযুক্ত অভিযুক্ত মনোজিৎ মিশ্র এত জঘন্য অপরাধ ঘটানোর পরেও তার সহযোগীদের সাথে ইনস্টিটিউটের গার্ড রুমের ভিতরে মদ্যপান করে যথেষ্ট সময় কাটিয়েছিল।
এমনকী এখানেই শেষ নয়। তিনজন গার্ডের ঘরে মদ্যপান করার পর নিরাপত্তারক্ষী পিনাকি ব্যানার্জিকে ঘটনা সম্পর্কের মুখ বন্ধ রাখতে বলে তারা। মনোজিৎ, প্রমিত মুখার্জি ও জায়েব আহমেদ পরের দিন সকালে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আগে আগে ইএম বাইপাসের একটি ধাবায় রাতের খাবারও খেতে গিয়েছিলেন। মনোজিৎ এই ঘটনার হাত থেকে বাঁচতে প্রভাবশালীদের পরামর্শ চেয়েছিল।
মনোজিৎ রাসবিহারী, দেশপ্রিয় পার্ক, গড়িয়াহাট, ফার্ন রোড এবং বালিগঞ্জ স্টেশন রোড সহ শহরের বিভিন্ন জায়গায় গিয়েছিল, তা পরামর্শ দাতাদের কাছ থেকে বাঁচার উপায় খুঁজতে। জানা গেছে, এই অপরাধ ঘটানতে মনোজিত ও তার দুই সহযোগী আগে থেকে পুরো পরিকল্পনা করেছিল।
আরও পড়ুন- পুলিশি পাহারায় খুলল কসবা ল’ কলেজ
কলেজে ম্যাঙ্গোর ওরফে মনোজিতে দাপট চলত। সাউথ ক্যালকাটা ল’ কলেজের দেওয়ালেও লেখা রয়েছে “মনোজিৎদা ইস ইন আওয়ার হার্ট”। বাড়ি কালীঘাটে। ২০২২ সালে সাউথ ক্যালকাটা ল’ কলেজ থেকে পাশ করেন। ২০২১ – ২২ সালে তৃণমূল ছাত্র পরিষদের দক্ষিণ কলকাতার জেনালের সেক্রেটারি ছিলেন। কলেজে ভর্তি হন ২০২১২ তে। তবে ২০২২ পর্যন্ত ১০ বছর কলেজই তিনি।
২০১৭-১৮ শিক্ষাবর্ষে রিঅ্যাডমিশন! কিভাবে তার বার বার রিঅ্যাডমিশন আর কেনও বা রিঅ্যাডমিশন যা প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে। বোঝা যাচ্ছে কলেজকে ঘরবাড়ি বানিয়ে ফেলেছিলেন এই মনোজিৎ, কলেজের অধিপতি বলা যায়। এখন প্রশ্ন উঠছে পড়ুয়ারা তো বটেই, ভাইস প্রিন্সিপ্যালের উপরেও এই মনোজিৎ চাপ তৈরি করত? তিনিও এই মনোজিতে ভয়ে তটস্থ থাকতেন?
দেখুন ভিডিও-