ওয়েব ডেস্ক : নরেন্দ্রপুর থানা (Narendrapur Police Station) এলাকা থেকে উদ্ধার হল এক তৃণমূল (TMC) কর্মীর মৃত দেহ। যাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার ঝোপের ধারে ওই তৃণমূল কর্মীর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তবে কী কারণে এই খুন। তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। পুলিশ ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
সূত্রের খবর, মৃত ওই তৃণমূল কর্মীর নাম সন্দীপ নাড়ু। তিনি নরেন্দ্রপুরের (Narendrapur) পাশের থানা বিষ্ণুপুরের বাসিন্দা ছিলেন। তাঁকে নোনা জয়কৃষ্ণপুর এলাকার এক ঝোঁপ থেকে উদ্ধার করা হয় ওই ব্যক্তির মৃত দেহ। এই ঘটনায় খুনের অভিযোগ দায়ের করেছে নরেন্দ্রপুর থানা। তবে এই খুন রাজনৈতিক না ব্যবসায়িক কারণে হয়েছে, না এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ, তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও খবর : রাতের অন্ধকারে ছিঁড়ে দেওয়া হল একুশে জুলাইয়ের পোস্টার
তৃণমূল (TMC) কর্মীর পরিবার সূত্রে খবর, মৃত সন্দীপ নাড়ু প্রোমোটিংয়ের ব্যবসা করতেন। তবে এই ব্যবসা নিয়ে বেশ কিছু অশান্তি হয়েছিল বলে খবর। প্রশ্ন উঠছে, তাহলে কি এই খুনের পিছনে রয়েছে প্রোমোটিং সংক্রান্ত কোনও ঝামেলা? না এর পিছনে রয়েছে কোনও রাজনৈতিক দ্বন্দ। তা জানতে ইতিমধ্যে সব খতিয়ে দেখেছে পুলিশ।
সূত্রের খবর, মৃতর দেহের একাধিক জায়গায় আঘাত ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, ওই তৃণমূল (TMC) কর্মীকে অন্য জায়গায় খুন করে ওই ঝোপে ফেলে রেখে যাওয়া হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে এখন এই খুনের পিছনে মোটিভ কী তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।
দেখুন অন্য খবর :