ওয়েব ডেস্ক: ফের সেতু বিপর্যয় (Bridge Disaster)। এবার শিরোনামে এল মধ্যপ্রদেশ (Madhyapradesh)। মধ্যপ্রদেশে বৃষ্টির তোড়ে (Heavy Rain) ভেসে গেল সেতু (Bridge)। ২২ নম্বর রাজ্যসড়কে বৃষ্টির জলে হুরমুরিয়ে ভেঙে পড়ল সেতু (Bridge Collapses)। জানা গিয়েছে, মোটা অঙ্কের টাকা খরচ করে নির্মাণ করা হয় সেতুটি। তবে দু-তিনদিনের লাগাতার বৃষ্টিতে (Heavy Rain) এখন চরম পরিণতি সেতুটির। বন্ধ যোগাযোগ ব্যবস্থা (Connection Lost)।
স্থানীয়দের অভিযোগ, চল্লিশ কোটি টাকা (40 Crore) ব্যয়ে তৈরি হলেও নিম্নমানের সামগ্রী (Low Quality Material) ব্যবহার করে ওই সেতু নির্মাণ করা হয়েছিল। মধ্যপ্রদেশ প্রশাসনের তরফে জানা গিয়েছে, টানা বৃষ্টিতে ২-৩ দিন অবিরাম বর্ষণ হয় মধ্যপ্রদেশে। যার জেরেই এই সেতুটি ভেঙে পড়ে যায়।
আরও পড়ুন: বাসভবন ছাড়েননি প্রাক্তন প্রধান বিচারপতি, কেন্দ্রকে চিঠি সুপ্রিম কোর্টের
এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কোটি কোটি টাকা ব্যয়ে করেও ২২ নম্বর রাজ্য সড়কের এই সেতু ভাঙল কীভাবে? একাধিক সময়ে দেশের বিভিন্ন রাজ্যে কোটি কোটি টাকা তছনছের অভিযোগ ওঠে। দুর্নীতির অভিযোগ ধরা পড়ে। আর এবার সেই একই ছবি ধরা পড়ল মধ্যপ্রদেশে। কিভাবে এই ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু হয়েছে।
দেখুন অন্য খবর