ওয়েব ডেস্ক : টেক্সাসে (Texas) ভয়াবহ হড়পা বান (Flood)। তার জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১। যার মধ্যে ১৫ জন শিশু রয়েছে বলে খবর। এখনও নিখোঁজ বহু মানুষ। বিশেষ করে সামার ক্যাম্প (Summer Camp) থেকে নিখোঁজ ২৭ জন পড়ুয়াকে খুঁজে পেতে মরিয়া প্রশাসন। ইতিমধ্যে জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকার্য। নিখোঁজদের খুঁজে পেতে জোর চেষ্টা চালাচ্ছে প্রশাসন।
গত ৪ জুলাই গুয়াদালুপে নদীর জলস্রোত মাত্র ৪৫ মিনিটে ফুলে ওঠে ২৬ ফুট। তার মধ্যে বৃষ্টির কারণে তীরবর্তী এলাকা গুলিতে জল বাড়তে থাকে। তার জেরে একাধিক জায়গা ভেসে যায়। সেই সময় সামার ক্যাম্পে থাকা প্রায় ৭৫০ জন শিশু ও কিশোর নিখোঁজ হয়ে যায়। জানা গিয়েছে, ১৫ শিশুর নিথর দেহ উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। বাকিদের খোঁজেও চলছে তল্লাশি। এই হৃদয়বিদারক ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi)।
আরও খবর :
বর্তমানে কের কাউন্টির চেহারা এখন যেন এক যুদ্ধ বিধ্বস্ত এলাকা। চারিদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ভাঙা খেলনা, গাছের ডাল, উল্টে থাকা গাড়ি, ছিন্নভিন্ন আসবাবপত্র। ক্ষতিগ্রস্ত হয়েছে কের, কেন্ডাল ও ট্র্যাভিস কাউন্টি সহ একাধিক এলাকা। এই সব জায়গায় বাড়ছে মৃতের সংখ্যা।
এই দুর্যোগে ইতিমধ্যে ৮৫০ জন বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে প্রশ্ন উঠছে, সতর্কতা থাকা সত্বেও কেন প্রস্তুত ছিল না প্রশাসন? বর্তমানে ভেসে যাওয়ার একাধিক এলাকায় চলছে উদ্ধারকা। এই দুর্যোগে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। টেক্সাসের (Texas) এই ঘটনা ইতিহাসের অন্যতম বড় ঘটনা বলে মনে করা হচ্ছে।
দেখুন অন্য খবর :