পানিহাটি: ফের খুন পানিহাটিতে (Panihati)। স্ত্রীকে খুন করে পলাতক স্বামী ও ছেলে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পানিহাটি পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ড আজাদ হিন্দ নগর (Azad Hind Nagar) এলাকায়। পরিবারের তরফে স্বামী সুকান্ত নাথের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ঘোলা থানায় (Ghola Police Station)। ঘটনার তদন্তে নেমেছে ঘোলা থানার পুলিশ বাহিনী (Ghola Police Station)।
সূত্রের খবর, বেশ কয়েক বছর ধরে আজাদ হিন্দ নগরে (Azad Hind Nagar) বাস করছিলেন প্রিয়াঙ্কা নাথ, তাঁর স্বামী সুকান্ত নাথ ও তাঁদের ৮ বছরের সন্তান। গতকাল শনিবার রাতে পরিবারের লোকেরা বারংবার ফোন করলেও ফোন তোলেননি প্রিয়াঙ্কা। তাঁদের সন্দেহ হতেই পরিবারের এক সদস্য প্রিয়াঙ্কা নাথের আজাদ নগরের বাড়িতে আসেন। বাড়ি এসে তিনি দেখেন ঘর তালা বন্ধ। আরও বাড়তে থাকে সন্দেহ। এরপরই পাড়া-প্রতিবেশীদের ডাকতে সকলে মিলে ঘরের দরজা ভেঙে ঢুকে দেখেন খাটের তলায় পড়ে রয়েছেন প্রিয়াঙ্কা নাথ। তাঁর হাতের দুটি শিরা কাটা।ঘরে দেখা মেলেনি প্রিয়াঙ্কা নাথের স্বামী সুকান্ত নাথ ও তাঁদের ছেলের।
আরও পড়ুন: রবিবার কি ‘রেনি ডে’? জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস
খবর দেওয়া হয় ঘোলা থানার পুলিশকে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবারের লোকের প্রাথমিক অনুমান, স্বামী সুকান্ত নাথ স্ত্রীকে খুন করে চম্পট দিয়েছেন এলাকা থেকে। পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী ও ৮ বছরের সন্তানের জন্য তল্লাশি অভিযানে ঘোলা থানার বিশাল পুলিশ বাহিনী (Ghola Police Station)।
দেখুন অন্য খবর