ওয়েব ডেস্ক: আমেরিকার (USA) রাজনীতিতে সরাসরি ‘এন্ট্রি’ নিলেন ইলন মাস্ক (Elon Musk)। আর ট্রাম্পের (Donald Trump) ছত্রছায়া নয়, এবার ‘আমেরিকা পার্টি’ (America Party) গড়ে ফেললেন মার্কিন ধনকুবের। এক্স, স্পেস এক্স, টেসলা-র পর এবার আমেরিকা পার্টি। আমেরিকার স্বাধীনতা দিবসের ঠিক এক দিন পর রাজনীতির ময়দানে পা রাখলেন মাস্ক। একদিকে ‘বিগ অ্যান্ড বিউটিফুল’ বিলে সই করলেন ট্রাম্প, অন্যদিকে বন্ধু থেকে সরাসরি তাঁর প্রতিপক্ষ হয়ে উঠলেন ইলন মাস্ক। উইকেন্ডে মার্কিন রাজনীতি যেন হয়ে উঠল এক নাটকের মঞ্চ।
🇺🇸🇺🇸🇺🇸 AMERICA 🇺🇸🇺🇸🇺🇸
— Elon Musk (@elonmusk) July 5, 2025
৪ঠা জুলাই, আমেরিকার স্বাধীনতা দিবসে ট্রাম্প একটি বিতর্কিত বিলকে আইনে পরিণত করেন। এই বিলের মাধ্যমে মার্কিন সরকারের খরচ ও কর ব্যবস্থায় বড়সড় কাটছাঁট আনা হয়েছে। যদিও ট্রাম্পের এই ‘বিগ অ্যান্ড বিউটিফুল’ বিলের বিরুদ্ধে শুরু থেকেই সরব হয়েছিলেন ইলন মাস্ক। তারপর দুজনের বন্ধুত্বের সম্পর্কে ফাটল তৈরি হয়। মার্কিন সরকারের পদ থেকে ইস্তফা দেন মাস্ক। আর ট্রাম্প এই বিলে সই করার পরের দিনই আত্মপ্রকাশ করল মাস্কের রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’।
আরও পড়ুন: আমেরিকায় গ্রেফতার নেহাল মোদি! প্রত্যর্পণের চেষ্টা চালাচ্ছে ভারত
মাস্ক তাঁর দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন। নির্বাচনে লড়ার পরিকল্পনা সম্পর্কে তিনি সরাসরি জানিয়েছেন—‘নেক্সট ইয়ার’, অর্থাৎ আগামী বছরই তিনি ভোটের লড়াইয়ে নামবেন। এর মানে, ২০২৬ সালের মিড-টার্ম ইলেকশনেই ‘আমেরিকা পার্টি’-কে দেখা যাবে ভোটের ময়দানে। কিন্তু কী এই নির্বাচন? ২০২৬ সালের নির্বাচনে মার্কিন কংগ্রেসের ১২০তম মেয়াদ নির্ধারণ হবে। হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এর ৪৩৫টি আসন এবং সেনেটের ৩৩টি আসনের জন্য ভোট হবে। সেই সঙ্গে কিছু রাজ্যে গভর্নরের নির্বাচনও হবে। মাস্ক জানিয়ে দিয়েছেন, এই নির্বাচনে তাঁর দল প্রার্থী দেবে।
By a factor of 2 to 1, you want a new political party and you shall have it!
When it comes to bankrupting our country with waste & graft, we live in a one-party system, not a democracy.
Today, the America Party is formed to give you back your freedom. https://t.co/9K8AD04QQN
— Elon Musk (@elonmusk) July 5, 2025
উল্লেখ্য, নতুন দল গঠনের আগে জনমত যাচাইয়ের জন্য সোশ্যাল মিডিয়ায় একটি অনলাইন ভোটাভুটি চালান মাস্ক। এতে ৬৫.৪ শতাংশ মানুষ নতুন দলের পক্ষে সম্মতি জানান। এই ফল প্রকাশের পর মাস্ক এক্স হ্যান্ডেলে লেখেন, “আপনারা নতুন রাজনৈতিক দল চান, এবং সেটাই পাবেন। আজ আমেরিকা পার্টি গঠিত হল আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য।”
দেখুন আরও খবর: