খড়দহ: খড়দহে জমি বিবাদকে ঘিরে দুই পরিবারের সংঘর্ষ। দুই পরিবারের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে। জানা গিয়েছে, শনিবারের এই ঘটনায় আহত অন্তত ৯ জন। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে রহড়া থানার পুলিশ।
রহড়া থানার অন্তর্গত খড়দহ পুরসভার এক নম্বর ওয়ার্ডের জিসি রোড এলাকায় সম্পত্তিগত বিবাদে 2 পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা। শনিবার দুপুরে একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠল। জানা গিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে একপক্ষ আরেক পক্ষকে কোপ মারে। এমনই অভিযোগ উঠে এসেছে। ঘটনায় দুপক্ষেই আহত হয়েছেন প্রায় 9 জন। এদের মধ্যে সাতজনকে সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে রহড়া থানার পুলিশ।
আরও পড়ুন: বাল্যবিবাহ রুখল সাগরপাড়া থানার পুলিশ, গ্রেফতার ৩
এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। যদিও গোটা ঘটনার তদন্ত করছে রহড়া থানার পুলিশ।
দেখুন অন্য খবর :