ওয়েব ডেস্ক : পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) কেলেঙ্কারির মামলায় মূল অভিযুক্ত পলাতক ব্যবসায়ী নীরব মোদির ভাই নেহাল দীপক মোদিকে (Nehal Modi) গ্রেফতার করল আমেরিকার পুলিশ। ৪ জুলাই, ইন্টারপোলের রেড কর্নার নোটিসের ভিত্তিতে তাঁকে আটক করা হয় বলে খবর। ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI) ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর অনুরোধে জারি হয়েছিল এই নোটিস।
জানা গিয়েছে, নেহাল মোদি বেলজিয়ামের নাগরিক। দীর্ঘদিন ধরে তিনি বসবাস করছিলেন আমেরিকায়। তার বিরুদ্ধে জারি হওয়া রেড কর্নার নোটিস বাতিলের জন্য আইনি লড়াই চালাচ্ছিলেন তিনি। তবে অবশেষে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি বড় ভাই নীরব মোদিকে প্রমাণ নষ্ট করতে, সাক্ষীদের ভয় দেখাতে এবং গোটা তদন্ত প্রক্রিয়ায় বাধা দিতে সক্রিয়ভাবে সহায়তা করেছেন। আরও জানা গেছে, পিএনবি (PNB) কেলেঙ্কারির মাধ্যমে হাজার হাজার কোটি কালো টাকা বিদেশে শেল কোম্পানির মাধ্যমে লেনদেন করে সাদা করার কাজও করেছিলেন তিনি। এই সব করতে ভাই নীরব মোদিও তাঁকে সাহায্য করেছেন বলে অভিযোগ।
আরও খবর: বড় ধাক্কা পাকিস্তানের! কাজ বন্ধ করল মাইক্রোসফট
মূলত, পিএনবি (PNB) কাণ্ডে প্রায় ১৩,৫০০ কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতীয় ব্যাঙ্কগুলির। অভিযোগ, এর মধ্যে ৬,৪৯৮.২০ কোটি টাকা আত্মসাত করেছিলেন নীরব মোদি। আর ৭,০৮০.৮৬ কোটি টাকা নিয়েছিলেন তাঁর কাকা মেহুল চোকসি। এই কেলেঙ্কারির পর ২০১৮ সালের জানুয়ারিতে দেশ ছেড়ে পালিয়ে যান নীরব। এর পর ব্রিটেন পুলিশের হাতে ২০১৯ সালে গ্রেফতার হন তিনি। বর্তমানে তিনি এখন জেলে বন্দি। তাঁকে ভারতে প্রত্যর্পণের চেষ্টা চালাচ্ছে ভারত। অন্যদিকে মেহুল চোকসি বর্তমানে অ্যান্টিগুয়ায় রয়েছেন। সেখানে তার বিরুদ্ধে চলছে নাগরিকত্ব সংক্রান্ত মামলা।
অন্যদিকে আমেরিকার পুলিশের হাতে গ্রেফতার নেহাল মোদিকে (Nehal Modi) প্রত্যর্পণের চেষ্টা চালাচ্ছে ভারত। আমেরিকার আদালতে চলছে সেই মামলা। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৭ জুলাই।
দেখুন অন্য খবর: