ওয়েব ডেস্ক: বঙ্গ বিজেপির (West Bengal BJP) নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর (Samik Bhattacharya) হাত ধরে দলীয় পরিকল্পনায় যে বেশ কিছু পরিবর্তন আসবে, তা অনুমান করেছিলেন অনেকেই। এবার সেই সম্ভাবনায় প্রথম সিলমোহর দিয়ে দলীয় কার্যালয়ের সাজসজ্জায় বড় পরিবর্তন হল। ‘মুখ নয় প্রতীক বড়’- এই বার্তা দিতে এবার মুরলিধর সেন লেনে বিজেপির পার্টি অফিসের কনফারেন্স হলে হল বড় পরিবর্তন।
সম্প্রতি বঙ্গ বিজেপির এই বিশেষ কার্যালয়ের কনফারেন্স হলের ব্যাকগ্রাউন্ডে নিজের কিংবা কোনও নেতার মুখ নয়, শুধুমাত্র বিজেপির প্রতীক ‘পদ্ম ফুল’-এর ফ্লেক্স লাগানো হল। জানা গিয়েছে, রাজ্য সভাপতির কুর্সিতে বসেই শমীক ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, পিছনের ব্যাকগ্রাউন্ডে তাঁর ছবি থাকবে না, শুধু দলের প্রতীক থাকবে। আর সেই নির্দেশমতো শনিবার মুরলিধর সেন লেনে বিজেপির পুরোনো রাজ্য দফতরে কনফারেন্স হলে পদ্ম প্রতীকের ফ্লেক্স লাগানো হল।
আরও পড়ুন: শমীকের হাত ধরে চলতি মাসেই বিরাট পরিবর্তন বঙ্গ বিজেপিতে!
শুধু তাই নয়, দলীয় পদ পেয়ে কোনও রকমের বিশেষ সুবিধা নিতেও নাকি রাজি নন শমীক ভট্টাচার্য। জানা গিয়েছে, রাজ্য সভাপতির পদে থেকেও কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী নিতে রাজি নন তিনি। এর থেকে অনেকেই মনে করছেন যে, একেবারে সাধারণভাবে থেকে সাধারণ কর্মীদের আরও কাছের মানুষ হয়ে উঠতে চাইছেন বিজেপির নয়া রাজ্য সভাপতি।
পাশাপাশি আরও আশা করা হচ্ছে যে, বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী দল সাজাবেন শমীক। সভাপতির পর বিজেপি দলে গুরুত্বপূর্ণ হল সাধারন সম্পাদক পদ। এখানেও বদল হবে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন মোর্চা সভাপতিও বদল হতে পারেন। এক্ষেত্রে আশা করা যাচ্ছে, শমীক ভট্টাচার্য কাজের সুবিধার জন্য বেশ কিছু পুরানো নেতাকে ফিরিয়ে আনতে পারেন। বেশ কিছু নেতার উপর বহিস্কার তুলে নেওয়া হতে পারে।
দেখুন আরও খবর: