ওয়েব ডেস্ক: ফের বিমানে বিপত্তি। কলকাতা থেকে ব্যাংককগামী একটি বিমানে (Flight) যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। সূত্রের খবর বিমানটি ছিল থাই লায়ন (THAI LION) সংস্থার। কলকাতা থেকে টেকঅফের (Take off) আগেই যাত্রিবাহী বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বিমান সংস্থা যাত্রীদের বিমান থেকে নামিয়ে একটি হোটেলে (Hotel) রাখার ব্যবস্থা করে। শনিবার দুপুরে যাত্রীদের অন্য একটি বিমানে ব্যাংককে (Bangkok) পাঠানো হয়।
সূত্রের খবর, শুক্রবার রাতে কলকাতা থেকে ব্যাংককগামী একটি বিমানে যান্ত্রিক ত্রুটির দেখা মেনে। এরপর আর ঝুঁকি নেয়নি বিমান কর্তৃপক্ষ। ২টো ৩৫ মিনিটে কলকাতা থেকে ব্যাংককে যাওয়ার কথা ছিল বিমানের। সময় মতো যাত্রীরা বিমানে উঠেও পড়েন। কিন্তু টেকঅফের আগেই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। জানা গিয়েছে, বিমানটির একটি অংশ বিকল হয়ে গিয়েছিল। সেই কারণে বিমানটি টেকঅফ করেনি বলে জানা গিয়েছে , সূত্র মারফত খবর।
আরও পড়ুন : সপ্তাহান্তে বাতিল বহু লোকাল, যাত্রী ভোগান্তি চরমে
গত ১২ জুন আমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ গিয়েছিল পাইলট ও ক্রু-সহ বহু যাত্রীর। এরপরেই উড়ানের আগে ফ্লাইটের পরীক্ষা নিরীক্ষা নিয়ে কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে। গত ১২ জুনের পর থেকে একাধিক ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটির কারণে উড়ান বাতিলের খবরও সামনে এসেছে। বিপদ এড়াতে একাধিক পদক্ষেপও গ্রহন করা হয়েছে। সেই তালিকায় এবার যুক্ত হলে থাই লায়নের এই ফ্লাইটটিও।
বিমানে থাকা যাত্রীদের অভিযোগ, ভিতরে এসি বন্ধ ছিল। বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার পরেও যাত্রীরা ভিতরেই ছিলেন। সেক্ষেত্রে এসি বন্ধ থাকায় তাঁদের সমস্যায় পড়তে হয়। অবশেষে ভোর সাড়ে পাঁচটা নাগাদ যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয়। পরে হোটেলের ব্যাবস্থা করা হয়। শনিবার দুপুরে অন্য একটি বিমানে যাত্রীদের পাঠানও হয়।
দেখুন অন্য খবর