ওয়েব ডেস্ক: যোগী রাজ্যে মর্মান্তিক দুর্ঘটনা (Uttar Pradesh Accident)। শুক্রবার পাত্র ও বরযাত্রী সহ একটি চারচাকা গাড়ি (Four Wheeler) ধাক্কা মারে দেওয়ালে। ঘটনা উত্তরপ্রদেশের সম্ভল জেলায় (Uttar Pradesh Sambhal)। ঘটনায় প্রাণ হারায় ৮ জনের। আহত আরও ২ জন যাত্রী।
জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় জুনোয়াই গ্রামের জনতা ইন্টার কলেজের (Janata Inter College) দেওয়ালে একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। গাড়িটি দ্রুত গতিতে আসায় এত জোর ধাক্কা মারে যে গাড়িটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই পাত্র সহ পাঁচজনের মৃত্যু হয়।
আরও পড়ুন: বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্ক! মামলা হল সুপ্রিমকোর্টে
দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও মেডিক্যাল টিম (Medical Team)। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায় পুলিশ। হাসপাতালে নিয়ে গেলেই চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দু’জনের শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাঁদের আলিগড়ের হাসপাতালে ভর্তি করা হবে বলে জানা গিয়েছে। মৃতদের তালিকায় রয়েছেন পাত্র বছর ২৪ এর সুরজ, তাঁর শ্যালিকা, দুই শিশু ও অন্য এক ব্যাক্তি।
শনিবার সকালে এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর নিজের এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, “উত্তর প্রদেশের সম্ভলে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। দুর্ঘটনায় যারা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা রয়েছে। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। প্রধানমন্ত্রী জাতীয় তহবিল থেকে মৃতের পরিবারগুলিকে ২ লক্ষ এবং আহতদের ৫০,০০০ টাকা দেওয়া হবে।”
দেখুন অন্য খবর