ওয়েব ডেস্ক: টোলের হার (Toll Rates) নিয়ে বড় ঘোষণা করল কেন্দ্র সরকার (Central Government)। জাতীয় মহাসড়কে (National Highway) থাকা টানেল, সেতু, উড়ালপুল এবং উঁচু অংশের (Tunnels, Bridges, Flyovers and Elevated Stretches) জন্য ৫০ শতাংশ পর্যন্ত টোল হার কমালো সরকার। সরকারের এই নয়া পদক্ষেপের ফলে উপকৃত হবেন গাড়ি চালকরা। একধাক্কায় তাঁদের অনেকটাই যাতায়াতের খরচ (Travelling Cost) কমবে।
উল্লেখ্য, বর্তমানে টোল ফি প্লাজায় (Toll Fee Plaza) যানবাহন চালকদের থেকে ২০০৮ সালের জাতীয় সড়ক ফি নিয়ম অনুযায়ী চার্জ নেওয়া হয়। এবার ২০০৮ সালের সেই নিয়মে ইতি টানলো সরকার। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক সেই নিয়ম সংশোধন করে টোল চার্জ গণনার জন্য একটি নতুন পদ্ধতি এনেছে।
আরও পড়ুন: বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্ক! মামলা হল সুপ্রিমকোর্টে
২ জুলাইয়ে জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “জাতীয় মহাসড়কের যে অংশে কাঠামো রয়েছে তা ব্যবহারের জন্য ফি নির্ধারণের হার জাতীয় মহাসড়কের অংশের দৈর্ঘ্যের সঙ্গে কাঠামোর দৈর্ঘ্যের দশ গুণ যোগ করে গণনা করা হবে। কাঠামোর দৈর্ঘ্য বাদ দিয়ে বা জাতীয় মহাসড়কের মোট দৈর্ঘ্যের পাঁচ গুণ, দুটির মধ্যে যেটি কম তা যোগ করা হবে। উল্লেখ্য, ‘কাঠামো’ বলতে এখানে বলা হয়েছে একটি স্বাধীন সেতু, সুড়ঙ্গ, উড়ালপুল বা উঁচু মহাসড়ককে।
দেখুন অন্য খবর