ওয়েবডেস্ক- রাতের অন্ধকারে বাল্যবিবাহের (Child Marriage) চেষ্টা ব্যর্থ করল সাগরপাড়া থানার পুলিশ (Sagarpara Thana Police)। ঘটনাস্থল মুর্শিদাবাদের (Murshidabad) খয়রামারি সীতানগর (Khayramari Sitanagar) । নাবালিকা কন্যার সঙ্গে এক যুবকের বিয়ের তোড়জোড় চলছিল গোপনে। খবর পেতেই তৎপর হয় সাগরপাড়া থানার পুলিশ।
থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি টিম, স্থানীয় এক এনজিও-র সহায়তায় ঘটনাস্থলে পৌঁছায়। তারপরেই বন্ধ করে দেওয়া হয় বিয়ে।
সেখান থেকেই আটক করা হয় নাবালিকা কন্যাকে, যুবক ‘জামাইবাবুকে এবং আরও দুইজনকে। তিনজনকে থানায় নিয়ে গিয়ে আটক করা হয়।
সাগরপাড়া থানার পুলিশ জানিয়েছে, জামাইবাবু সহ তিনজনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
শুক্রবার ধৃতদের বহরমপুর জেলা আদালতে তোলা হয়। নাবালিকা কন্যাকে সুরক্ষার জন্য বহরমপুরের ‘হোম’ -এ পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুন- সপ্তাহান্তে বাতিল বহু লোকাল, যাত্রী ভোগান্তি চরমে
ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাল্যবিবাহ রুখতে পুলিশের এই তৎপরতা প্রশংসা কুড়িয়েছে স্থানীয়দের কাছে।
উল্লেখ্য, বাল্যবিবাহ সমাজের একটি ব্যাধি। এখনও পর্যন্ত এই ব্যাধি থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারেনি সমাজ। মানুষের সচেতনতার অভাব সেই সঙ্গে আর্থিক দুর্বলতাই একটি বড় কারণ। সেচ্ছাসেবী সংস্থা সেইসঙ্গে পুলিশ প্রশাসনের তরফে বাল্য বিবাহ রুখতে প্রচার চালানো হচ্ছে। তবে এখনও সেইভাবে সাড়া পাওয়া যায়নি। গ্রামে গঞ্জে পুলিশের নজর এড়িয়ে এই ধরনের প্রথা এখনও চালানো হচ্ছে।
দেখুন আরও খবর-