ওয়েব ডেস্ক : বিহারে (Bihar) ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission of India) বিশেষ উদ্যোগ ঘিরে তৈরি হয়েছে চরম বিতর্ক। লক্ষ লক্ষ ভোটার তাদের নাগরিকত্বের প্রমাণপত্র না দিতে পারলে বাদ পড়তে পারেন ভোটার তালিকা থেকে। এই আশঙ্কায় সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা দায়ের করল ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস’ (ADR) নামক একটি সংগঠন।
গত ২৫ জুন নির্বাচন কমিশনের (Election Commission of India) পক্ষ থেকে একটি ‘বিশেষ নিবিড় নির্বাচনী উদ্যোগ’ ঘোষিত হয়। সেই অনুযায়ী, যাঁদের নাম ২০০৩ সালের ভোটার তালিকায় ছিল না, তাঁদের নাগরিকত্বের প্রমাণ দাখিল করতে হবে। অভিযোগ, এই উদ্যোগ আইনসঙ্গত নয় এবং ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইন ও ১৯৬০ সালের রেজিস্ট্রেশন অফ ইলেক্টর্স রুলসের পরিপন্থী, এমনটাই দাবি মামলাকারী অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের (ADR)।
আরও খবর : ঝাড়খণ্ডের অবৈধ কয়লাখনিতে ধস, মৃত্যু এক শ্রমিকের
অন্যদিকে নির্বাচন কমিশনের (Election Commission of India) তরফে দাবি করা হয়েছে, এই উদ্যোগের লক্ষ্য হল বিদেশি অনুপ্রবেশকারীদের তালিকা থেকে বাদ দেওয়া। তবে বিরোধীদের অভিযোগ, প্রকৃত উদ্দেশ্য বিরোধীমুক্ত ভোটার তালিকা তৈরি করতে চাইছে কমিশন। মালাকারীদের অভিযোগ, নাগরিকত্বের প্রমাণ দেওয়ার জন্য যেসব নথি পেশ করতে বলা হচ্ছে, সেগুলি সকলের পক্ষে দেওয়া কঠিন। দ্বিতীয়ত, এই কাজে পদ্ধতিগত ফাঁক থাকার সম্ভাবনা যথেষ্ট। তৃতীয়ত অপ্রতুল সময়ের কারণে বহু জেনুইন ভোটারের নাম তালিকা থেকে বাদ যেতে পারে। আসলে কেউ সত্যিই এদেশের নাগরিক কিনা, তা প্রমাণে রাষ্ট্র তার নিজের দায়িত্ব ঝেড়ে ফেলে নাগরিকের কাঁধে এভাবে চাপিয়ে দিচ্ছে।
এক মামলাকারী দাবি করেছেন, কমিশনের এই পদক্ষেপের ফলে অন্তত 3 কোটি ভোটার ক্ষতিগ্রস্ত হতে পারে। এই মামলার শুনানি কবে হবে, তা এখনও ঘোষণা করা হয়নি। তবে এই উদ্যোগ দেশের ভোটব্যবস্থা এবং নাগরিক অধিকার নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
দেখুন অন্য খবর :