ওয়েব ডেস্ক: দীর্ঘ ২০ বছর একফ্রেমে আসেননি তাঁরা। কিন্তু শনিবার মহারাষ্ট্রে (Maharashtra) মহামিছিলে দেখা যাবে রাজ ঠাকরে ও উদ্ধব ঠাকরেকে (Thackeray brothers)। সম্প্রতি মহারাষ্ট্র উত্তাল হয়েছিল বিজেপি (BJP) প্রস্তাবিত ‘তিন ভাষা ফর্মুলা’ নিয়ে। এই আবহে রাজ্যের স্কুলগুলিতে হিন্দি ভাষা বাধ্যতামূলক সংক্রান্ত নির্দেশিকা প্রত্যাহার করল মহারাষ্ট্র সরকার।
এই সাফল্যকে মারাঠি অস্মিতার জয় হিসেবেই দেখছেন ওই রাজ্যের বাসিন্দারা। এই জয়ের উদযাপনে হতে চলেছে মহামিছিল। সেই মিছিলেই পাশাপাশি থাকবেন দুই ভাই। এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নয়া রাজনৈতিক সমীকরণ গঠনের গুঞ্জন।
আরও পড়ুন: অমরনাথ যাত্রার পথে দুর্ঘটনার কবলে বাস
প্রসঙ্গত, নতুন জাতীয় শিক্ষানীতিতে তিনটি ভাষার মাধ্যমে শিক্ষাদানের কথা বলা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, কোনও রাজ্যের উপর কোনও ভাষা চাপিয়ে দেওয়া হবে না। এরপরেও মহারাষ্ট্রের মারাঠি এবং ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত হিন্দিকে বাধ্যতামূলক তৃতীয় ভাষা হিসেবে ঘোষণা করেছিল রাজ্যের গেরুয়া সরকার।
এভাবে হিন্দিকে ‘চাপিয়ে দেওয়া’ নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক ও রাজনৈতিক টানাপোড়েন। শেষপর্যন্ত হিন্দি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত স্থগিত করে রাজ্য সরকার। পরে তা পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হয়।
দেখুন আরও খবর: