কলকাতা: কসবাকান্ডের পর সতর্ক আশুতোষ কলেজ কর্তৃপক্ষ। কলেজ কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিল প্রাক্তনী ও বহিরাগতদের যথেচ্ছ প্রবেশ আটকাতে কড়া পদক্ষেপ কার হবে। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আশুতোষ কলেজের কোনও ক্যাম্পাসে ঢুকতে পারবেন না প্রাক্তনী ও বহিরাগতরা। কলেজে পঠনরত পড়ুয়াদের কলেজে ঢুকতে গেলে দেখাতে হবে পরিচয়পত্র। বিজ্ঞপ্তি দিয়ে জানালো আশুতোষ কলেজ কর্তৃপক্ষ।
কসবা ল কলেজের জেরে আশুতোষে কড়া নিয়ম জারি হল। বর্তমান ছাত্রছাত্রীদের জন্যও জারি করা হয়েছে নতুন গাইডলাইন। কলেজ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আইডি কার্ড ছাড়া আর কেউই কলেজ চত্বরে ঢুকতে পারবেন না। বহিরাগতদের প্রবেশ বন্ধ, প্রাক্তনদের জন্যও লাগবে অধ্যক্ষের অনুমতি। প্রতিদিন কলেজ ক্যাম্পাসে নিয়মিত নজরদারি চালাতে হবে সিকিউরিটি এজেন্সিগুলিকে। কলেজ ক্যাম্পাসে আড্ডার উপরেও টানা নজরদারির নির্দেশ জারি করল কলেজ কর্তৃপক্ষ। কলেজ কর্তৃপক্ষের দাবি, “আমরা চাই ছাত্রছাত্রীরা যেন নিরাপদ পরিবেশে পড়াশোনা করতে পারে। কলেজে কোনও রকমের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না
আরও পড়ুন: খুলছে সাউথ ক্যালকাটা ল’কলেজ, কী কী নির্দেশিকা
অন্য খবর দেখুন