কলকাতা: মেডিক্যাল কাউন্সিলের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ শান্তনু সেন (Santanu Sen)। তাঁর রেজিস্ট্রেশন বাতিল করেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল (West Bengal Medical Council)। এর বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। আদালত মামলা দায়েরের অনুমতি দিয়েছে। সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা। আরজি কর কাণ্ডে দলীয় অবস্থানের বিরুদ্ধে মুখ খোলার পর থেকেই শান্তনু সেনের সময়টা ভালো যাচ্ছে না। দল থেকে তাঁকে সাসপেন্ড করেছিল তৃণমূল। এবার ডাক্তারির রেজিস্ট্রেশনটাও গেল শান্তনু সেনের। ভুয়ো ডিগ্রি ব্যবহার করায় শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল করেছে সুদীপ্ত রায়ের নেতৃত্বাধীন রাজ্য মেডিক্যাল কাউন্সিল। অন্তত ২ বছর কারও চিকিৎসা করতে পারবেন না তিনি। পালটা রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে গেলেন তৃণমূলের চিকিৎসক-নেতা শান্তনু সেন।
আরও পড়ুন:শমীকের হাত ধরে চলতি মাসেই বিরাট পরিবর্তন বঙ্গ বিজেপিতে!
শান্তনু সেনের (Santanu Sen) রেজিস্ট্রেশন বাতিল করার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল (State Medical Council)। এরপরই শুক্রবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে গেলেন তৃণমূলের চিকিৎসক-নেতা শান্তনু সেন। শুক্রবার বিচারপতি অমৃতা সিংহের এজলাসে ওই মর্মে মামলা করেছেন তিনি। তিনি বলেন, ‘‘যা হয়েছে তা আমি মুখ বুজে মেনে নেব না।’’ শান্তনু কলকাতা পুরসভার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদও বটে। তিনি প্রাক্তন তৃণমূল নেতা। চিকিৎসক হিসাবে তাঁর রেজিস্ট্রেশন বাতিল প্রসঙ্গে শান্তনু বলেন, ‘‘আমার কষ্টার্জিত রেজিস্ট্রেশন কেউ যদি চক্রান্ত করে কেড়ে নিতে চায়, তা হলে আমি চুপ করে বসে থাকব না।’’ শান্তনুর জবাব, ‘‘আমি আইনি পরামর্শ নেব এবং জিতব।
দেখুন ভিডিও