ওয়েব ডেস্ক: ফের ভারী বৃষ্টির (Heavy Rain) পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সপ্তাহান্তের পরিকল্পনায় জল ঢালতে পারে আবহাওয়া। শুধু দক্ষিণবঙ্গ নয়, ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গও (Southbengal) । এবছর একটু দেরিতে বঙ্গে বর্ষা প্রবেশ করলেও টানা কয়েকদিন চলেছে ঝড় বৃষ্টি। বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিলেছে রোদের দেখা , বেড়েছে অস্বস্তিও। তবে, শুক্রবার থেকে ফের বৃষ্টি কলকাতা (Kolkata) সহ শহরতলীতে। আগামী কয়েকদিন ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ। তবে কোথায় কোথায় বৃষ্টি, জানুন…
পূর্ব পশ্চিম অক্ষরেখার প্রভাবে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকে রবিবার বৃষ্টির সম্ভাবনা, ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। ওড়িশা ওবং পশ্চিমবঙ্গ সংলগ্ন ঘূর্ণাবর্ত এবং পূর্ব পশ্চিম অক্ষরেখার প্রভাবে বৃষ্টি জারি থাকবে। উত্তরবঙ্গেও মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা। এবঁ আগামী পাঁচদিন রাজ্যজুড়ে বজ্র বিদ্রুৎ সহ হালকা বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়া জারি থাকবে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন: শমীকের সভাপতি হওয়ার পর দিনই এ কী বললেন দিলীপ ঘোষ?
দক্ষিণবঙ্গে ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। সোমবার এবং মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কার্যত ৮ জুলাই মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। সাধারণত উপরের ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বেশি বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্ত ভারি বৃষ্টি থাকবে দুই দিনাজপুরেও। দু এক জেলায় ভারী বৃষ্টি চলতে পারে আগামী রবিবার পর্যন্ত। সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
দেখুন ভিডিও: