ওয়েব ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার সোশাল মিডিয়ায় (Social Media) বিভিন্ন ধরণের পোস্টের উপরে রাশ টানতেই এই চিঠি লিখেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে বিভিন্ন উসকানিমূলক ও বিভ্রান্তিকর পোস্টের বাড়বাড়ন্ত রুখতে কড়া আইন আনার আবেদন জানিয়েছেন তিনি। সোশাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে এ নিয়ে জনসচেতনতা দরকার বলেও চিঠিতে উল্লেখ করেছেন তিনি।
সোশাল মিডিয়ায় (Social Media) প্রায় সময় উস্কানিমূলক বেশ কিছু পোস্ট ঘোরাফেরা করে। যা নিয়ে রাজ্যে বিভিন্ন সময় বেশ কিছু এলাকায় অশান্তির পরিবেশও সৃষ্টি হয়েছে। কারণ, এই ধরণের একটি পোস্টকে ঘিরে সাধারণ মানুষের কাছে ভুল তথ্য ছড়িয়ে পড়ে। যার ফলে মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। তাই এই বিভ্রান্তি দূর করতে দরকার জনসচেতনতা। সেই কারণের স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন মমতা (Mamata Banerjee)।
আরও খবর : সিবিআই নয়, কলকাতা পুলিশের আস্থা, নির্যাতিতার বাবার
বিভিন্ন সময়ে দেখা গিয়েছে, জালিয়াতির ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হয়েছেন অনেকে। কখনও বিভিন্ন বয়সি মহিলা-পুরুষদের প্রতারণা ফাঁদে ফেলার ঘটনাও ঘটেছে। এই ধরণের বিভিন্ন অভিযোগ থানায় জমা পড়েছে। যা কানে এসেছে মুখ্যমন্ত্রীরও (Mamata Banerjee)। আর এই সব ধরণের অভিযোগকে ঘিরে উদ্বিগ্ন তিনি। সম্প্রতি রাজ্যে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা নিয়ে পুলিশকেও সাধারণ মানুষকে সতর্ক করতে হয়েছে। এছাড়া বহু মানুষ ডিজিটাল মাধ্যমে সতর্ক না থাকার কারণে প্রতারণার খপ্পরে পড়তে হয়েছে তাদের। তাই এই সব ক্ষেত্রে সচেতনতা দরকার বলে মনে করেন তিনি।
এই সব ঘটনার কথা বিস্তারিত নিজের ওই চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। এসব রুখতে শাস্তিমূলক পদক্ষেপের প্রোয়োজন রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে জানিয়েছেন তিনি। পাশাপাশি, এ নিয়ে নয় আইনসভা কোনও ব্যবস্থা নিক, নয় কোনও নতুন আইন প্রণয়ন হোক, কিংবা যে আইন রয়েছে তা সংশোধনের আবেদন জানিয়েছেন তৃণমূলনেত্রী।
দেখুন অন্য খবর :