ওয়েব ডেস্ক: রাতের অন্ধকারে ফের বন্দুকবাজদের দাপট আমেরিকায় (USA)। এবার রক্ত ঝরল চিকাগো শহরের এক রেস্তরাঁর (Restaurant) বাইরে। সেখানেই ভিড়ের মধ্যে আচমকা বন্দুকবাজের গুলিবর্ষণে (Shoot Out) মৃত্যু হয়েছে অন্তত চারজনের। আহত হয়েছেন আরও ১৪ জন। হামলার পর এখনও পর্যন্ত আততায়ীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গুরুতর আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে বলে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে চিকাগোর রিভার নর্থ এলাকায় একটি রেস্তরাঁয় চলছিল সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠান ঘিরে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। সেই সময় আচমকাই এক যুবক একটি কালো গাড়ি থেকে নেমে আসে এবং জনতার উপর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। আতঙ্কে শুরু হয় হুড়োহুড়ি।
আরও পড়ুন: ভারতে ২,৫০০ রাজনৈতিক দল! ঘানায় এ কী বললেন মোদি!
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এলাকা ঘিরে ফেলে শুরু হয় উদ্ধার কাজ। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, হামলাকারী কালো একটি গাড়িতে করে এসেছিল। হামলার পর সেই গাড়ি করেই এলাকা ছেড়ে পালায় সে।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে চিহ্নিত করতে ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। প্রত্যক্ষদর্শীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার আমেরিকার বন্দুক আইন ও জননিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এখনও পর্যন্ত হামলার পেছনে কোনও ব্যক্তিগত শত্রুতা, গ্যাং ওয়ার, না কি সন্ত্রাসমূলক উদ্দেশ্য ছিল— তা স্পষ্ট নয়।
দেখুন আরও খবর: