ওয়েব ডেস্ক: ২৬-এর বিধানসভা নির্বাচনকে (Assembly Election) সামনে রেখে নতুন রাজ্য সভাপতি হিসেবে শমীক ভট্টাচার্যর (Samik Bhattacharya) নাম ঘোষণা করেছে বঙ্গ বিজেপি (BJP)। বৃহস্পতিবার তাঁকে সংবর্ধনা সভায় আড়ম্বরের খামতি রাখেনি পদ্ম শিবির। এই প্রথমবার বঙ্গ বিজেপির রাজ্য সভাপতিকে বরণ করতে এত জাঁকজমকের আয়োজন। আর সেই মঞ্চ থেকেই এবার রাজ্য বিজেপির নেতা কর্মীদের বড় বার্তা দিলেন শমীক ভট্টাচার্য। একজোট হয়ে আসন্ন নির্বাচনে লড়ার বার্তা দিলেন বিজেপির নতুন রাজ্য সভাপতি।
এদিন সায়েন্স সিটির সংবর্ধনা মঞ্চ থেকে বিজেপির অন্দরের আদি-নব্য সংঘাত মিটিয়ে ফেলার কথা বলেন শমীক ভট্টাচার্য। আদি বিজেপি নেতা-কর্মীদের উদ্দেশে বার্তা দিয়ে তিনি এদিন বলেন, “যারা পুরনো, তারা মনে রাখবেন নতুন মানুষ পার্টিতে না এলে পর্টি বাড়বে না। আমরা তো আর কুমোরটুলি থেকে কর্মী বানিয়ে আনব না। দলে সব স্তরের মানুষের দরকার।”
আরও পড়ুন: শমীকের সংবর্ধনা মঞ্চেও নেই দিলীপ ঘোষ, কারণ কী?
এখানেই শেষ নয়, একইসঙ্গে বিজেপিতে নবাগতদের উদ্দেশেও এদিন বড় বার্তা দেন বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি। নব্য বিজেপি কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “মনে রাখবেন পুরনো মানুষগুলো পরাজয় হবে জেনেও, জমানত বাজেয়াপ্ত হবে জেনেও, পতাকা ধরে রেখেছিলেন। তাদের জন্যই বিজেপি আজ এই জায়গায়। এখন যার হাতে পতাকা সেই বিজেপি, যে সক্রিয় সেই বিজেপি। আপনি পাড়ায় প্রাসঙ্গিক কি না, মানুষ আপনাকে চেনে কি না, মানুষ আপনাকে বিজেপি বলে পরিচয় দেয় কি না, সেটাই বড় প্রশ্ন।”
প্রসঙ্গত, বিজেপির অন্দরে প্রায়ই দেখা যায় আদি-নব্য সংঘাত। শুধুমাত্র তৃণমূল স্তরে নয়, রাজ্য কমিটির নেতাদের মধ্যেই এই বিভেদ দেখা গিয়েছে ইতিপূর্বে। অনেক সময় দলের অন্দরের এই কোন্দল নির্বাচনি লড়াইয়ে বিজেপিকে একধাপ পিছিয়ে দিয়েছে। তবে ২৬-এর নির্বাচনের আগে সেই খামতি দূর করার বার্তাই দিলেন বিজেপির নতুন রাজ্য সভাপতি।
দেখুন আরও খবর: