ওয়েব ডেস্ক: সদ্য বিজেপি রাজ্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। বৃহস্পতিবার সায়েন্স সিটি-তে (Science City) কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের (Ravishankar Prasad) উপস্থিতিতে শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) নাম বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি হিসেবে ঘোষনা করা হয়। এরপরই মঞ্চে বক্তব্য রাকতে গিয়ে সংখ্যালধুদের বিশেষ বার্তা দেন শমীক। তিনি বলেন বিজেপি-র লড়াই সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়।
২৬-এর বিধানসভা ভোটের আগে বৃহস্পতিবার দলের নবনির্বাচিত ক্যাপ্টেন কী বার্তা দেন, সেই দিকে তাঁকিয়েছিলেন বঙ্গ বিজেপির নেতা-কর্মীরা। রাজ্য সভাপতি নির্বাচিত হয়ে শমীক বুঝিয়ে দিয়েছেন, তিনি কী চান, কী চান না।
আরও পড়ুন: বিজেপির একের পর এক কর্মসূচিতে দিলীপের অনুপস্থিতি কি নিছক কাকতালীয়?
এদিন সায়েন্স সিটি থেকে বক্তব্য রাখতে গিয়ে শমীক ভট্টাচার্য আরও বলেন, দুর্গা পুজো ও মহরমের মিছিল একই রাস্তা দিয়ে যাবে, কোনও বিভাজন নেই। বাংলায় বন্ধুত্ববাদকে বাঁচাতে হবে। সংখ্যলঘুরা নজরুলের কথা শুনবে। উগ্রপন্থীর ভাষা শুনবে না। তিনি সংখ্যালঘুদের উদ্দেশ্যে বলেন, পরবর্তী প্রজন্ম কী করবে সেটা একবার ভাবুন। যারা আমাদের ভোট দিচ্ছেন না, তারা দেবেন না। কিন্তু নিজেদের প্রশ্ন করুন। যারা খুন হয়েছে, তাঁদের মধ্যে ৯০ শতাংশ মুসলমান। বিজেপি এই পরিস্থিতি থেকে বাংলাকে মুক্ত করতে চায়।
দেখুন ভিডিও