ওয়েব ডেস্ক : ভারতের সঙ্গে অন্তবর্তী বাণিজ্যচুক্তি সাক্ষর করতে চলেছে আমেরিকা। আগামী ৪৮ ঘন্টার মধ্যে এই চুক্তি সাক্ষরিত হবে বলে সূত্রের খবর। এ নিয়ে দু’দেশ কথাবার্তা চালাচ্ছে। তবে কিছু বিষয় নিয়ে নয়াদিল্লি ও ওয়াশিংটনের আপত্তি রয়েছে। সেই সব বিষয়গুলির দ্রুত নিষ্পত্তি করতে চাইছে দুই দেশ। এই সমস্যাগুলির মধ্যে অন্যতম হল জিনগতভাবে পরিবর্তিত শষ্যের আমদানি বা রপ্তানি। একদিকে আমেরিকা চায় জিনগতভাবে পরিবর্তিত শষ্যগুলির জন্য বাজার উন্মুক্ত করে দিক ভারত। তবে কেন্দ্র সরকার তা যদি মেনে নেয়, তাহলে ক্ষতিগ্রস্ত হবেন ভারতের কৃষকরা।
মূলত, প্রযুক্তি ব্যবহার করে শস্যের জিনে পরিবর্তন আনা হয়। ফলে খুব কম সময়ের মধ্যে ফসলের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। এগুলিকে জিএম শস্য বা জিনগতবাবে পরিবর্তিত শস্য বলা হয়ে থাকে। এই শস্যগুলি ভারতে উন্মুক্ত করার পাশাপাশি ভারতীয় কৃষি ও দুগ্ধজাত পণ্যের বাজারেও প্রবেশ করতে চায় আমেরিকা। তবে সূত্রের খবর, এই দুটি বিষয়কে বাণিজ্যচুক্তি থেকে বাদ রাখা হবে। তবে ভারতের তরফ থেকে জুতো, পোশাক ও চর্মজাত পণ্যের উপর থেকে শুল্ক ছাড়ের দাবি জানানো হয়েছে বলে খবর। এখন দেখার বিষয় আগামী ৪৮ ঘন্টার মধ্যে ভারত এই সমস্যাগুলি কাটিয়ে উঠতে পারে কি না।
আরও পড়ুন : ট্রাফিক জ্যামে মৃত্যুর পর আদালতে বিতর্কিত মন্তব্য, আইনজীবীকে শোকজ কর্তৃপক্ষের
গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, আমরা চিনের সঙ্গে চুক্তি সই করেছি। এবার ভারতের সঙ্গেও বড়সড় চুক্তি করতে চলেছেন বলেও জানিয়েছিলেন তিনি। তার পরেই জানা যাচ্ছে আগামী ৪৮ ঘন্টার মধ্যে ভারতের সঙ্গে চুক্তি করতে চলেছে আমেরিকা।
উল্লেখ্য, মার্কিন মসনদে বসার পর শুল্ক যুদ্ধের ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের উপর ১০ শতাংশ শুল্ক ছাড়াও আরও ২৬ শতাংশ কর চাপিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে সূত্রের খবর, দুই দেশ একে অপরের উপর থেকে শুল্ক কমাতে পারে। বস্ত্র, গয়না, চর্মজাত জিনিস সহ একাধিক বিষয়ের উপর থেকে আমেরিকাকে শুল্ক কমাতে বলা হয়েছে ভারতের তরফে। অন্যদিকে ইলেকট্রিক গাড়ি, মদ, ডেয়ারি পণ্যের উপর থেকেও শুল্ক কমাতে বলেছে আমোরিকাও।
দেখুন অন্য খবর :