কলকাতা: ‘রঘু ডাকাত’-এর পর বড়দিনের বক্স অফিসেও নিজের ছাপ রাখবেন দেব (Dev)। ২০২৫ এর বড়দিনেই উড়বে ‘প্রজাপতি ২’ (Projapoti 2)। আবারও এক ফ্রেমে দেখতে পাবেন সেই বাবা ছেলের জুটি। অর্থাৎ একসাথে বড় পর্দায় আবারও ফিরছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবং দেব (Dev) । ২৩-এ বক্স অফিসে তুমুল সাড়া জাগিয়েছিল প্রজাপ্রতি। তারপর থেকেই সিক্যুয়েলের অপেক্ষায় ছিলেন দর্শক-অনুরাগীরা। প্রজাপ্রতি যে আসতে চলেছে তার ইঙ্গিত কয়েকদিন আগেই দিয়েছিলেন দেব। শ্যুটিং শুরু আগেই মা-বাবাকে নিয়ে লন্ডনে উড়ে গেলেন দেব (Dev Projapati 2)।
তেইশ সালে দেব-মিঠুনের ‘প্রজাপতি’ ছবিকে ভালোবাসায় ভরিয়েছিলেন দর্শকরা। লক্ষ্মীলাভও ভালোই হয়েছিল। প্রজাপ্রতির সিক্যুয়েলের অপেক্ষায় ছিলেন দর্শক-অনুরাগীরা। সিক্যুয়েলের গল্পের প্রেক্ষাপট লন্ডন। আগেভাগেই জানা গিয়েছিল যে, ৫ জুন থেকে ‘প্রজাপতি ২’ সিনেমার শুটিং শুরু হবে। কলাকুশলী থেকে অভিনেতারা একে একে পৌঁছচ্ছেন লন্ডনে। এবার সেই ছবির শুটিং শুরু করার জন্যই লন্ডনের উদ্দেশে উড়ে গেলেন টলিউড সুপারস্টার। তবে সিনেমার টিম নিয়ে নয়, এবার বরং তাঁর সফরসঙ্গী মা-বাবা এবং বোন। বৃহস্পতিবার সকালেই সপরিবারে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন টলিউড সুপারস্টার। কাজের অবসরে পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইমও কাটাতে পারবেন। প্রসঙ্গত, ‘প্রজাপতি’ ছবিতে দেব ভরসা রেখেছিলেন ছোটপর্দার নায়িকা শ্বেতা ভট্টাচার্যের উপর। তাঁর সঙ্গে শ্বেতার রসায়ন মনে ধরেছিল দর্শকের। এবারও টেলিপর্দার মুখেই ভরসা রেখেছেন অভিনেতা-প্রযোজক। টলিউডের অন্দরমহল সূত্রে খবর, ‘প্রজাপতি ২’তে অভিনয় করবেন টেলিনায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু।
আরও পড়ুন: প্রিয়াঙ্কা চোপড়ার অ্যাকশন অবতার এবং দেশীয় প্রশংসার ঝলক
অন্য খবর দেখুন