ওয়েব ডেস্ক: ডিজিটাল স্ক্যামে (Digital Scam) অভিযুক্ত ৭ তরুণ ধৃত উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। হোয়াটসঅ্যাপে (WhatsApp) আদালতের ছবি। সেখানে সাজানো বিচারক, সিবিআই ও ইডি অফিসাররা হাজির। সেই আদালতের চাঞ্চল্যকর বিচারে উত্তরপ্রদেশের নাগরিক হারালেন এক কোটি টাকা। এক দু’দিন নয়, হোয়াটসঅ্যাপে প্রায় এক মাস ধরে ডিজিটাল আদালত বসিয়ে উত্তরপ্রদেশের শাহজাহানপুরের এক ব্যক্তিকে ডিজিটাল অ্যারেস্ট করে হাতানো হয় প্রায় ১.০৪ কোটি টাকা।
স্বেচ্ছাসেবী সংস্থায় যুক্ত প্রায় ৬০ বছরের শরদ চাঁদ প্রথম ওই জালিয়াতের খপ্পরে পড়েন ৬ মে। ২.৮ কোটি টাকা তিনি লেনদেন করেছেন বলে অভিযোগ আনে নকল ইডি ও সিবিআই অফিসারেরা। সেই অভিযোগের বিচার করতে হোয়াটসঅ্যাপে দেখানো হয় ভার্চুয়াল আদালত। যেখানে নকল বিচারক ও আইনজীবীরাও রয়েছে। এভাবেই মানসিকভাবে তাঁকে বিপর্যস্ত করে হাতিয়ে নেওয়া হয় ওই অর্থ। ৪০টি আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নয় ব্যক্তির নামে তাঁকে ১.০৪ কোটি টাকা হস্তান্তর করতে বাধ্য করা হয়।
আরও পড়ুন: জিও-র স্টকে বিপুল আস্থা বিনিয়োগকারীদের
শরদ ধরে নিয়েছিলেন, তিনি সত্যিই কোনও অপরাধ করে ফেলেছেন এবং তার উপর নজর রাখা হচ্ছে। কিন্তু এক সময়ে বোধোদয় হওয়ার পর তিনি পুলিশের দ্বারস্থ হলে পুলিশ সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির উপর নজরদারি করে একটি অ্যাকাউন্টে সন্দেহজনক নয় কোটি টাকা লেনদেনের হদিশ পায়। হদিস পায় ৭ অভিযুক্তের। যাদের বয়স কুড়ি থেকে আঠাশ বছর। অত্যন্ত সংগঠিত একটি সাইবার ক্রাইম চক্রের এরা সদস্য। ধৃতদের বিরুদ্ধে জালিয়াতি, সরকারি অফিসার সেজে ঠগবাজির পাশাপাশি তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী অভিযোগ আনা হয়েছে।
দেখুন অন্য খবর: