ওয়েবডেস্ক- ভরা জনসভায় চড় (Slap Incident) মারতে উদ্যত হয়েছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Karnataka Chief Minister Siddaramaiah) , এমনই অভিযোগ ছিল পুলিশকর্তার। সেই অপমান হজম করে নেননি তিনি। নিজের পদ থেকে ইস্তফা দিলেন বেলগাভির অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এনভি বরমানি (Belagavi Additional Superintendent of Police (ASP) NV Barmani) । তাঁর বক্তব্য, জনসমক্ষে যেভাবে অপমান করা হয়েছে, মেনে নেওয়া যায় না। তাই ইস্তফা দিলাম’।
নিজের ইস্তফাপত্র তিনি পাঠিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও। ইস্তফাপত্র গ্রহণ করা হবে কিনা, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে ওই পুলিশ কর্তা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর ওই ধরনের ব্যবহারের পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। জানা গেছে, ২৮ এপ্রিল এই ঘটনা ঘটে।
দামবৃদ্ধি নিয়ে কংগ্রেসের প্রতিবাদ সভা ছিল বেলগাভিতে (Belgavi)। সেখানেই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। সভামঞ্চে নিরাপত্তার দায়িত্বে ছিলেন বেলগাভির অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এনভি বরমানি। সেইসময় মঞ্চের কাছে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি কিছু মহিলা কর্মী। এতেই মেজাজ হারান তিনি। মঞ্চে তখন উপস্থিত ছিলেন এএসপি বরমানি।
তাঁর দাবি, মঞ্চ থেকেই তাঁকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী চিৎকার করে জানতে চান, ‘‘এখানকার পুলিশ সুপার কে? বেরিয়ে যান এখান থেকে!’’ তার পরই তিনি চড় মারতে উদ্যত হন।
আরও পড়ুন- অপারেশন সিঁদুরের পরে সংসদে বাদল অধিবেশন, শুরু ২১ জুলাই
(এএসপি) এনভি বরমানির বক্তব্য, চড় মারা আটকেছি। কিন্তু অপমান হজম করব না। এএসপির কথায়, ‘‘চড় গালে লাগেনি ঠিকই, কিন্তু জনসমক্ষে এই অপমান দু’দিন ধরে টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে। গোটা রাজ্য সেই দৃশ্য প্রত্যক্ষ করেছে। এএসপি আরও বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা সম্মান আছে। সেইসময় তাঁর মর্যাদা ও পুলিশের মর্যাদা রাখতে চুপ ছিলাম। নীরবে মঞ্চ থেকে নেমে আসি।
কিন্তু এই অপমান মন থেকে মেনে নিতে পারিনি। মুখ্যমন্ত্রীর আমার সঙ্গে এই ধরনের আচরণে সেদিনে মঞ্চে থাকা অনেকেই হতবাক হয়ে যান। সবাই চুপ হয়ে যান। আমি নিজে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি। আমার স্ত্রী ও সন্তানেরাও ভেঙে পড়েছে।
এএসপি বরমানি আরও জানিয়েছেন, সে দিনের ঘটনার পর তাঁর দফতরের শীর্ষকর্তারা দেখা করেন। তাঁর কথায়, ‘‘৩১ বছর ধরে নিষ্ঠার সঙ্গে কর্নাটক পুলিশে কাজ করছি। এই উর্দির সঙ্গে আমার আত্মার সম্পর্ক। মাকে যেমন শ্রদ্ধা করি, উর্দিকেও তেমনভাবে শ্রদ্ধা করি’।
দেখুন আরও খবর-