স্পোর্টস ডেস্ক: ফিফা ক্লাব বিশ্বকাপে (FIFA Club World Cup) এই প্রথমবার কোনও অ-ইউরোপীয় দল সেমিফাইনালে উঠতে চলেছে। কারণ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে সৌদি আরবের আল হিলাল (Al Hilal) এবং ব্রাজিলের ফ্লুমিনেন্স (Fluminense)। কোয়ার্টার ফাইনালে আরও একটি অ-ইউরোপীয় ক্লাব পৌঁছেছে, তারা হল পামেইরাস। ব্রাজিলের এই ক্লাব অবশ্য চেলসির মতো কঠিন প্রতিপক্ষের সামনে পড়েছে। ফলে সেমিতে আল হিলাল বা ফ্লুমিনেন্সের একটা দলই ওঠার সম্ভাবনা।
শেষ ষোলোয় সবথেকে কড়া টক্করের ম্যাচ ছিল রিয়াল মাদ্রিদ বনাম জুভেন্তাস (Real Madrid vs Juventus)। রিয়াল ১-০ গোলে জিতেছে। লিভারপুল থেকে রিয়ালে গিয়ে এই প্রথমবার বড় অবদান রাখলেন ইংলিশ রাইট ব্যাক ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। তাঁর ঠিকানা লেখা ক্রসে গোল করেন গঞ্জালো গার্সিয়া। কোয়ার্টার ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি মাদ্রিদের ক্লাব।
আরও পড়ুন: গাড়ি দুর্ঘটনায় অকালমৃত্যু পর্তুগালের তারকা ফুটবলারের!
কোয়ার্টার ফাইনালের সবথেকে হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ। উসমান ডেম্বেলে বনাম হ্যারি কেন দ্বৈরথ দেখা যাবে। প্যারিসের ক্লাব এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন। লিভারপুল, আর্সেনালের মতো হেভিওয়েট দলকে হারিয়ে ফাইনালে উঠেছিল তারা। তারপর ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ চূর্ণ করে চ্যাম্পিয়ন হয় তারা।
ভারতীয় সময় অনুযায়ী রাত ১২.৩০টা এবং ভোর ৬.৩০টায় দুটি করে চারটি কোয়ার্টার ফাইনাল। ৯ জুলাই দুটি সেমিফাইনাল এবং ১৪ জুলাই ফাইনাল।
দেখুন অন্য খবর: