বসিরহাট: দিনের পর দিন বাবার লালসার শিকার নাবালিকা! কাউকে জানালে খুনের হুমকি দেওয়া হত বলে অভিযোগ। অবশেষে প্রকাশ্যে ন্যক্কারজনক ঘটনা। পকসো আইনে মামলা রুজু করা হলে, গ্রেফতার করা হয় গুনধর বাবাকে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব এলাকাবাসীরা।
জানা গিয়েছে, গত এক বছর আগে বিবাহিতা স্ত্রী-র সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় অভিযুক্ত মন্টুর। এরপরই নাবালিকার মায়ের সঙ্গে বিয়ে হয় মন্টুর। সেই থেকেই মায়ের সঙ্গেই থাকত নাবালিকা ও তার সৎ বাবা। এই সুযোগকেই কাজে লাগায় গুনধর বাবা। দিনের পর দিন লাগাতার ধর্ষণ করে সৎ মেয়েকে। এই ঘটনা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহাকুমার হাড়োয়া থানা এলাকার।
আরও পড়ুন: সাঁকরাইলের পিচ কারখানায় ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
অভিযোগ, গুনধর বাবা বাড়ি থেকে সকলে বেরিয়ে গেলেই লাগাতার নাবালিকাকে ধর্ষণ করত বলে অভিযোগ। কাউকে একথা জানালে প্রাণে মারার হুমকি দেওয়া হত বলেও জানিয়েছে এই নাবালিকা। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গেটা বিষয়টি জানায় তাঁর মা -কে। এরপরই তাঁর মা নাবালিকাকে সঙ্গে নিয়ে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করে স্বামীর বিরুদ্ধে। পকসো আইনে মামলা রুজু করা হয় ধৃত বাবার বিরুদ্ধে। এদিন অভিযুক্তকে গ্রেফতার করা হলে তকে বসিরহাট আদালতে তোলা হয়।
অন্যদিকে নাবালিকার মেডিকেল পরীক্ষার জন্য বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর আদালতে তার গোপন জবানবন্দী নেবেন ম্যাজিস্ট্রেট বলে জনা গিয়েছে। স্বামীর যেন উপযুক্ত শাস্তি হয়, তারঁ দাবি জানিয়েছেন নাবালিকার মা।
দেখুন অন্য খবর