ওয়েবডেস্ক- বর্ধমানে (Burdwan) ‘গো ব্যাক’ (Go Back Slogan) স্লোগানের মুখে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী (Minister Siddikulla Chowdhury) । ২১ জুলাইয়ের প্রস্তুতি ঘিরে মালডাঙ্গায় ও মন্তেশ্বরে তীব্র বিক্ষোভ। একুশে জুলাইয়ের সমাবেশকে সামনে রেখে সভাস্থল পরিদর্শনে গিয়ে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বিধানসভার মালডাঙ্গা এলাকায় তীব্র বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী ও মন্তেশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী। ৮ ও ৯ জুলাই দু’জায়গায় দুটি সভা রয়েছে। সেই সভা পরিদর্শনে এসেছিলেন মন্ত্রী।
তখনই স্থানীয়দের ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন তিনি। বিক্ষোভকারীরা মন্ত্রীকে কালো পতাকা ও ঝাঁটা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান দেন। তাঁকে ‘চিটিংবাজ’ এবং ‘ধাপ্পাবাজ’ বলেও কটাক্ষ করা হয়।
আরও পড়ুন- বিরোধী শূন্য ভোটে ডোমকলের রায়পুর সমবায় দখল তৃণমূলের
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত চার বছর ধরে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এলাকায় আসেননি এবং তিনি একজন ‘ভোট পাখি’। তাঁদের দাবি, শুধুমাত্র নির্বাচনের সময়ই মন্ত্রীর দেখা মেলে।
এই অভিযোগের জবাবে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী জানান, যারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা তাঁর দলের কেউ নন। তিনি আরও অভিযোগ করেন যে, বিক্ষোভকারীদের ভাড়া করে আনা হয়েছে। এই ঘটনা মন্তেশ্বর ও মালডাঙ্গায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলকে আবারও প্রকাশ্যে আনল।
দেখুন আরও খবর-