ওয়েব ডেস্ক: বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান ও দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার(Kartik Aaryan and Sreeleela) প্রেমের গুঞ্জন চলছে দীর্ঘ সময় ধরে। অনেকেরই ধারণা সেইগুঞ্জনে নাকি অভিনেতার মা মালা তেওয়ারি সিলমোহর দিয়েছেন।
এবার সেই গুঞ্জনের আগুনে ঘি দিয়েছেন কার্তিক-শ্রীলীলা নিজেরাই। একসঙ্গে ডিনারে গিয়েছিলেন এই জুটি(Step out for dinner)। একটি সর্বভারতীয় গণমাধ্যম লিখেছে যে শুটিংয়ের বাইরে এই জুটিকে প্রায়ই একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। গতকাল রাতে মুম্বইয়ের একটি রেস্তোরাঁয় তাদের ডিনারে দেখা গেছে। যা তাদের ভক্তদের যথেষ্ট কৌতুহল বাড়িয়ে দিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে দেখা যাচ্ছে রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসছেন কার্তিক। তার কিছুক্ষণ পর বেরিয়ে এলেন শ্রীলীলা। দুজনে আলাদা আলাদা ভাবে রেস্তোরাঁ থেকে বেরিয়ে নিজেদের গাড়িতে উঠে চলে যান।
এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় কার্তিক-শ্রীলীলার প্রেমের চর্চা নতুন করে শুরু হয়েছে। সায়মা লেখেন, “তাদেরকে দারুণ লাগছে।” একজন লেখেন, “কিউট জুটি।” আরেকজন লেখেন, “প্রেম করছেন কার্তিক-শ্রীলীলা।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।
প্রসঙ্গত, কার্তিক আরিয়ান এবং শ্রীলীলা অনুরাগ বসু(Anurag Basu) পরিচালিত ‘আশিকি ৩'(Aashiqui 3) ছবিতে একসঙ্গে কাজ করেছেন। কিছুদিন আগে দক্ষিণবঙ্গের ডুয়ার্স ও শিলিগুড়িতে এই ছবির শুটিংয়ে কার্তিক-শ্রীলীলা এসেছিলেন। ছবিটি ‘আশিকি’ ফ্রাঞ্চাইজির একটি অংশ। চলতি বছরের দীপাবলিতে এই ছবির মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু এখন জানা যাচ্ছে ছবিটি নাকি ২০২৬ এর ভ্যালেন্টাইন্স দিবসে মুক্তি পাবে। ছবিটি নিয়ে ভক্তদের মধ্যে যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা গেছে।