রাকিবুল ইসলাম, মুর্শিদাবাদ- বিরোধী শূন্য ভোটে ডোমকলের (Domkol) রায়পুর সমবায় (Raipur Cooperative) দখল তৃণমূলের (TMC), ‘অবৈধ বোর্ড’ গঠনের অভিযোগ কংগ্রেসের (Congress)। মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলের রায়পুর গ্রাম পঞ্চায়েতের সমবায় সমিতির ভোটে বিরোধী শূন্য লড়াইয়ে একচেটিয়া দখল নিল তৃণমূল।
৯’টি আসনের মধ্যে আটটি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ছিনিয়ে নেয় রাজ্যের শাসক দল। মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত বিরোধী শিবির কোনও প্রার্থী না দেওয়ায় ভোট ছাড়াই তৃণমূলের দখলে যায় আসনগুলো।
এরপর বুধবার ডোমকল ব্যাঙ্ক বিভাগের সিআই-এর উপস্থিতিতে বোর্ড গঠন করে তৃণমূল। যদিও এই বোর্ডকে ‘অবৈধ’ বলে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। তাদের অভিযোগ, প্রশাসনিক দাপট দেখিয়ে বিরোধীদের না জানিয়েই তৃণমূল বোর্ড গঠন করেছে।
আরও পড়ুন- ইডি অফিসার সেজে দেড় কোটি টাকা প্রতারণা! চাঞ্চল্য পূর্ব বর্ধমানে
প্রসঙ্গত, ২০১৬ সালে গঠিত রায়পুর সমবায় সমিতির মেয়াদ চার মাস আগে শেষ হলেও ভোট প্রক্রিয়া নানা কারণে পিছিয়ে যাচ্ছিল। মাস খানেক আগে ভোটের প্রক্রিয়া শুরু হলেও বুধবার শেষ পর্যন্ত বোর্ড গঠন সম্পন্ন হয়।
এদিন তৃণমূল নেতা রেন্টু মণ্ডল সম্পাদক, অসিত কুমার বিশ্বাস সভাপতি এবং মফিকুল ইসলাম পরিচালন কমিটির সঞ্চালক হিসেবে দায়িত্ব নেন। পরে তাদের আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন ডোমকল ব্লক তৃণমূল সভাপতি হাজিবুল ইসলাম।
এদিকে, রায়পুর সমবায় সমিতির বোর্ড গঠনের খবর ছড়াতেই ‘অবৈধ বোর্ড’ গঠনের অভিযোগ তুলে সরব হয় কংগ্রেস। বিষয়টি নিয়ে ডোমকল বিডিও-র দ্বারস্থ হয়েছে তারা। কংগ্রেসের দাবি, অবৈধভাবে গঠিত এই বোর্ড বাতিল করে পুনরায় নোটিফিকেশন জারি করে নির্বাচন করতে হবে।
দেখুন আরও খবর-