ওয়েব ডেস্ক : পহেলগাম হত্যাকাণ্ড ও অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের একাধিক ইউটিউব চ্যানেল বন্ধ করেছিল কেন্দ্রীয় সরকার। এই চ্যানেলগুলির বিরুদ্ধে ভারত বিরোধী প্রচারের অভিযোগ উঠেছিল সেই সময়। এই ভয়াবহ হত্যাকাণ্ডের একমাস পর ধীরে ধীরে এই অ্যাকাউন্টগুলির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সরকার। প্রশ্ন উঠছে, কিন্তু কেন?
ভারত বিরোধী পহেলগাম হামলার পর প্ররোচনামূলক এবং সাম্প্রদায়িক উসকানিমূলক প্রচারের জন্য ডন নিউজ, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, জিয়ো নিউজ, সুনো নিউজ এবং ‘দ্য পাকিস্তান এক্সপেরিয়েন্স’ সহ একাধিক চ্যানেল বল্ক করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে।
আরও খবর : শুভাংশুর পর অনিল মেনন! কবে মহাকাশে পাড়ি? জানিয়ে দিল NASA
এই তালিকায় ক্রিকেটার শোয়েব আখতার এবং ইরশাদ ভাট্টি, আসমা শিরাজি, উমর চিমা এবং মুনিব ফারুকের মতো সাংবাদিকদের ইউটিউব অ্যাকাউন্টও ছিল।
এমন ইউটিউব ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রচার ভারতে একমাস ধরে বন্ধই ছিল। তবে সূত্রের খবর, বল্ক হওয়া ইউটিউব ও ইনস্টাগ্রাম এই অ্যাকাউন্টগুলিকে আনব্লক করা হচ্ছে। এমনটা স্বরাষ্ট্রমন্ত্রকের পরামর্শেই হচ্ছে বলে সূত্রের খবর। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি ভারত-পাকিস্তানের সম্পর্ক ধীরে ধীরে ঠিক হচ্ছে। নানা মহল থেকে প্রশ্ন উঠছে যে, হঠাৎ করে এমন সিদ্ধান্ত কেন?
দেখুন অন্য খবর :