ওয়েব ডেস্ক: কয়েকদিন আগেই মহাকাশে পাড়ি দিয়েছেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। তার কিছুদিন আগেই মহাকাশে দীর্ঘদিন কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশোদভূত সুনীতা উইলিয়ামস (Sunita Williams)। আর এবার মহাশূন্যের উদ্দেশ্যে পাড়ি দিতে চলেছেন আরেক ভারতীয়। মহাজাগতিক দুনিয়ায় পা রাখতে চলেছেন নাসার মহাকাশচারী অনিল মেনন (Anil Menon)। জানা গিয়েছে, তিনিও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (International Space Station) যাবেন। নাসার (NASA) তরফে জানানো হয়েছে, ২০২৬ সালের জুন মাসে রাশিয়ার সয়ুজ এমএস-২৯ (Soyuz MS-29) মহাকাশযানে চড়ে অনিল মেমন রওনা হবেন মহাকাশে।
আসন্ন এই মহাকাশ অভিযানের অংশ হিসেবে অনিল থাকবেন ‘এক্সপিডিশন-৭৫’-এর ক্রু সদস্য এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে। মিশনে অনিলের সঙ্গী হবেন রসকসমসের দুই অভিজ্ঞ মহাকাশচারী— পিওত্র দুব্রোভ এবং আনা কিকিনা। তাঁদের যাত্রা শুরু হবে কাজাখস্তানের ঐতিহাসিক বৈকানুর কসমোড্রোম থেকে। উৎক্ষেপণের পর তিন নভশ্চর আইএসএস-এ পৌঁছে প্রায় আট মাস ধরে থাকবেন সেখানে।
আরও পড়ুন: রাকেশ শর্মা, শুভাংশুর পর এবার মহাকাশে পাড়ি দেবেন এক ভারতীয় কন্যা
অনিল মেননের পুরো নাম অনিল মাধবন সমইলেঙ্কো মেনন। জন্ম আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে। তাঁর বাবা-মায়ের মধ্যে একজন ভারতীয় এবং অন্যজন ইউক্রেনীয়। অনিলের শৈশব ও কৈশর কেটেছে আমেরিকাতেই। ১৯৯৫ সালে স্কুল জীবন শেষ করে তিনি ১৯৯৯ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে নিউরোবায়োলজিতে স্নাতক হন। পরবর্তী সময়ে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর এবং মেডিসিনে ডিগ্রি অর্জন করেন।
জরুরি চিকিৎসা থেকে শুরু করে ওয়াইল্ডারনেস মেডিসিনে ফেলোশিপ, এমনকি আমেরিকার বায়ুসেনাতেও দীর্ঘদিন কর্মরত ছিলেন অনিল মেনন। ২০১৪ সালে তিনি যোগ দেন নাসায় ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে। ‘সয়ুজ টিএমএ-১৩এম’, ‘টিএমএ-১৭এম’ এবং ‘এমএস-৬’-এর মতো গুরুত্বপূর্ণ অভিযানে মেডিক্যাল অফিসার হিসেবে কাজ করেছেন। ২০২১ সালে তিনি নভশ্চর হিসেবে নাসার নির্বাচিত সদস্য হন।
দেখুন আরও খবর: