ওয়েব ডেস্ক: দিলীপ ঘোষ (Dilip Ghosh), সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) পর রাজ্য বিজেপির (BJP) ব্যাটন কার হাতে উঠবে, তা নিয়ে জল্পনা চলছিল সপ্তাহখানেক ধরেই। কারণ বাংলার মসনদ দখলের লড়াই আসন্ন। তার আগে বাংলার বুকে পায়ের তলার মাটি শক্ত করতে মরিয়া পদ্ম শিবির। তাই যে কাজ দিলীপ বা সুকান্তকে দিয়ে হয়নি, তা এবার অন্য এক নেতার হাতে তুলে দিতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিশেষ সূত্রে জানা গিয়েছে, বঙ্গ বিজেপির নতুন সভাপতি হচ্ছেন শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।
তবে এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি বঙ্গ বিজেপি। কিন্তু শোনা যাচ্ছে, যে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে শমীক ভট্টাচার্যের নাম ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা। কারণ, এই মুহূর্তে বঙ্গ বিজেপির সবথেকে পুরানো নেতা তিনিই। তাই ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে তাঁর হাতেই বড় দায়িত্ব তুলে দিতে চলেছেন মোদি, শাহরা।
আরও পড়ুন: দিঘার মন্দিরকে ‘জগন্নাথ ধাম’ আখ্যা, জনস্বার্থ মামলার আবেদন বিশ্ব হিন্দু পরিষদের
বুধবার সল্টলেকে বিজেপির কার্যালয়ে শুরু হবে মনোনয়ন জমা। ইতিমধ্যে দিল্লি থেকে ফিরছেন শমীক ভট্টাচার্য। ফিরেই তিনি রাজ্য সভাপতির জন্য মনোনয়ন জমা দেবেন বলেই খবর। এও জানা যাচ্ছে, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলও মনোনয়ন জমা দেবেন। তবে রাজ্য সভাপতি পদের জন্য একজনই মনোনয়ন জমা দেবেন বলেই খবর। আর তিনি হলেন শমীক ভট্টাচার্য। তেমনটা হলে ভোটাভুটি না হয়ে আজকেই চূড়ান্ত হয়ে যাবে বিজেপির রাজ্য সভাপতির নাম।
প্রসঙ্গত, ২০২২ থেকে শমীক ভট্টাচার্যের পতন শুরু হয়। দলের সমস্ত পদ থেকে বাদ যান তিনি। এমনকি বিজেপির ‘কোর কমিটি’ থেকেও তাঁকে ছেটে ফেলা হয়।তবে ২০২৪ থেকে ফের উত্থান শুরু হয় শমীকের। সেই বছরই রাজ্যসভার সাংসদ হন তিনি। আবার ২০২৫-এ হতে চলেছেন রাজ্য সভাপতি। যদিও রাজনীতিতে পতনের পর এই ভাবে উত্থান খুব একটা দেখা যায় না।
দেখুন আরও খবর: