স্পোর্টস ডেস্ক: আর কয়েক ঘণ্টার মধ্যেই এজবাস্টনে (Edgbaston) দ্বিতীয় টেস্ট খেলতে নামছে ভারত এবং ইংল্যান্ড। হেডিংলিতে চতুর্থ ইনিংসে ৩৭১ রান তাড়া করে জিতেছে বেন স্টোকসের দল। সিরিজে ১-০ এগিয়ে তারা। শুভমান গিলের (Shubman Gill) ভারত এজবাস্টনে কামব্যাক করতে না পারলে সিরিজে আরও পিছিয়ে যাবে। এ মাঠে ভারতের রেকর্ড কিন্তু একেবারেই ভালো, আটটা টেস্ট খেলে সাতটাতেই হার এবং একটি ড্র, কোনও জয় নেই।
ভারতকে যিনি জয়ের রাস্তা দেখাতে পারেন সেই জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) খেলা নিয়ে ধোঁয়াশা রয়েছে। অধিনায়ক গিলও ম্যাচের আগের দিন খোলসা করলেন না। তিনি শুধু জানালেন, বুমরা ‘এভেলেবল’, খেলবেন কি না তা সকালে সিদ্ধান্ত নেওয়া হবে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য এই সিরিজে তিনটের বেশি ম্যাচ খেলতে পারবেন না বুমরা। কিন্তু ১-০ পিছিয়ে থাকা অবস্থায় তাঁকে ছাড়া মাঠে নামার ঝুঁকি গৌতম গম্ভীর (Gautam Gambhir) আদৌ নেবেন কি?
আরও পড়ুন: হাইকোর্টে ধাক্কা শামির, খোরপোশ দিতে হবে মাসে ৪ লক্ষ!
শার্দূল ঠাকুরকে (Shardul Thakur) নিয়েও প্রশ্নচিহ্ন আছে। পেসার অলরাউন্ডার হিসেবে খেলানো হয়েছিল তাঁকে। দুই ইনিংস মিলিয়ে দুই উইকেট এবং পাঁচ রান তাঁর অবদান। শার্দূলের জায়গায় ওয়াশিংটন সুন্দরকে খেলানোর সম্ভাবনা প্রবল হচ্ছে। সুন্দর ব্যাট করতে পারেন, সেই সঙ্গে এজবাস্টনে অফ স্পিন করে বাঁ-হাতি ইংলিশ ব্যাটারদের সময় ফেলতে পারেন। প্রসিদ্ধ কৃষ্ণের জায়গায় খেলানো হতে পারে বাঁ-হাতি পেসার অর্শদীপ সিংকে।
দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল, করুণ নায়ার, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং।
দেখুন অন্য খবর: