ওয়েবডেস্ক– বাংলায় এখনও বিজেপি সভাপতির (Bjp President) নাম ঘোষণা করা হয়নি। তবে দড়ি টানাটানিতে সুকান্ত মজুমদার (Sukanta Majumder) ও শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharjee) লড়াই চলছে। তবে দৌড়ে এগিয়ে রয়েছেন শমীক ভট্টচার্য। বাংলাকে (Bangla) টপকে আরও আট রাজ্যের (Eight State) বিজেপি সভাপতির নাম ঘোষণা করা হল। মঙ্গলবার এই আটজনের নাম ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে রাজীব বিন্দাল ও মহেন্দ্র ভাটকে পুনরায় তাদের নিজেদের রাজ্যের সভাপতি নির্বাচন করা হয়। বাকি ৬ টি রাজ্যের সভাপতির নাম ঘোষণা করা হয়েছে।
মহারাষ্ট্রের বিজেপির সভাপতি হলেন রবীন্দ্র চহ্বান। মিজোরামের দায়িত্ব দেওয়া হল ডাঃ কে বেইচুয়াকে। তেলঙ্গানায় বিজেপির রাজ্য সভাপতি হলেন এন রামচন্দ্র রাও। পদুচেরিতে দায়িত্বে এলেন ভি পি রামালিঙ্গম। অন্ধ্রপ্রদেশের দায়িত্ব পেয়েছেন পিভিএন মহাদেব। হিমাচল আগেই থেকেই ছিলেন রাজীব বিন্দাল। তাঁকেই পুনরায় রাজ্য সভাপতির পদে বহাল রাখা হল। উত্তরাখণ্ডেও আবারও বিজেপি আস্থা রাখল মহেন্দ্র ভাটের উপরেই।
বাংলায় বিজেপি সভাপতির নাম এখনও ঘোষণা করা হয়নি। তবে সূত্রের খবর, আগামী বৃহস্পতিবার দুপুরেই জানা যাবে নাম। মঙ্গলবার বিজেপির তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয়,বঙ্গ বিজেপির সভাপতির পদে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া যাবে বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বিকেলেই হবে স্ক্রুটিনি। তার পর মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর সন্ধ্যার সময় বাংলার বিজেপি সভাপতির নাম ঘোষণা হতে পারে। আগামী বছরই বাংলায় বিধানসভা নির্বাচন। তাই নির্বাচন নয়া সভাপতির ঘাড়ে একটি নয়া চ্যালেঞ্জ।
দেখুন আরও খবর-