ওয়েব ডেস্ক: ধর্ষণ এবং বলপূর্বক গর্ভপাত (Rape And Abortion) করানোর অভিযোগে অভিযুক্ত হয়েছেন স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজ (Kartik Maharaj)। সেই অভিযোগ পুলিশের কাছে পৌঁছতেই তাঁকে থানায় হাজিরা দেওয়ার নোটিস ধরানো হয়। কিন্তু সেই নির্দেশ অমান্য করে থানায় হাজিরা দিলেন না কার্তিক মহারাজ। সোমবার তাঁকে থানায় হাজিরা দেওয়ার জন্য লিখিত নির্দেশ দেয় নবগ্রাম থানার (Nabagram Police Station) পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার মধ্যে তাঁকে নবগ্রাম থানায় যাওয়ার কথা বলা হয়। তবে সেই নির্দেশ তিনি অমান্য করেন। উল্টে এদিন তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।
বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন এক মহিলা। গোটা বাংলা যখন কসবার আইন কলেজের ন্যক্কারজনক ঘটনার অভিযোগে উত্তাল, তখন বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের মুখ কার্তিক মহারাজের বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। এক মহিলার গুরুতর অভিযোগ, তাঁকে ধর্ষণ করেন কার্তিক মহারাজ। তিনি সন্তানসম্ভবাও হয়ে পড়েন। তবে সবটাই ঘটেছে ১২ বছর আগে। নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা।
আরও পড়ুন: কার্তিক মহারাজের শাস্তির দাবিতে ঝাঁটা হাতে বিক্ষোভ
ওই ঘটনায় দীর্ঘ সময় পর নবগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা। সেই ঘটনার তদন্তে কার্তিক মহারাজকে নবগ্রাম থানায় হাজিরা দেওয়ার নোটিশ ধরায় পুলিশ। কিন্তু তা সত্বেও মঙ্গলবার নবগ্রাম থানায় হাজিরা দিতে দেখা গেল না কার্তিক মহারাজকে। শুধু তাইন নয়, তাঁর পক্ষ থেকে কোনও আইনজীবীকেও এদিন দেখা যায়নি নবগ্রাম থানায়। এরপর কার্তিক মহারাজকে নিয়ে প্রশাসনের ভূমিকা এখন কী হয়, সেটাই দেখার বিষয়।
দেখুন আরও খবর: