কলকাতা: কসবা গণধর্ষণ (Kasba Gangrape Case) কাণ্ডে নয়া মোড়। এই ঘটনায় তদন্তে বড় অগ্রগতি। নির্যাতিতার বয়ানের সঙ্গে মিলে যাচ্ছে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণও। এমনকী অভিযুক্তের ফোনের টাওয়ার লোকেশান খতিয়ে দেখার পর উঠে এসেছে বড় তথ্য। টাওয়ার লোকেশান বলছে ঘটনার সময় অভিযুক্ত মনোজিৎ মিশ্র কলেজেই উপস্থিত ছিল। অভিযুক্ত জাইব আহমেদ নির্যাতিতার জন্য ইনহেলার কিনে দিয়েছে তারও প্রমাণ মিলেছে। নির্যাতিতাকে হকি স্টিক দিয়ে মারধরের অভিযোগ উঠেছিল। সেই হকি স্টিকই উদ্ধার করলেন তদন্তকারীরা। বাজেয়াপ্ত সামগ্রীর সঙ্গে ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে হকি স্টিক। শুধুতাই ঘটনায় আরেক অভিযুক্ত পুলিশের স্ক্যানারে মনোজিতের কল রেকর্ড। পুলিশ খতিয়ে দেখছে ঘটনার পর অভিযুক্ত মনোজিৎ কাকে কাকে ফোন করেছিল।
এই গণধর্ষণের ঘটনায় ভিডিয়ো রেকর্ড করে রাখা হয়েছিল। সেই কাজ করেছিল মনোজিতের সহযোগীরা। সেই ভিডিয়োকে সামনে রেখেই অভিযুক্তরা তাঁকে ব্ল্যাকমেল (Video Made Blackmail Purpose) করতে চেয়েছিলেন। এই বিষয়টি পুলিশের কাছে অভিযোগপত্রে জানিয়েছিলেন নির্যাতিতা ছাত্রী। শুধু মনোজিৎ মিশ্রের নয়, কসবার আইন কলেজের নির্যাতিতার ভিডিয়ো তোলা হয়েছিল আরও এক অভিযুক্ত প্রমিত মুখোপাধ্যায়ের ফোনেও, পুলিশ সূত্রে খবর এমনটাই। ঘটনায় ধৃত মনোজিৎ মিশ্রের দুই সহযোগী প্রমিত মুখোপাধ্যায় এবং জাইব আহমেদকে জেরা করে অনেক তথ্য পাচ্ছে পুলিশ। রিপোর্ট অনুযায়ী, জেরায় প্রমিত এবং জাইব দাবি করেছে, ‘দাদার’ নির্দেশে সেদিন সবটা করেছিল তারা। পুলিশের কাছে তাদের দাবি, পরবর্তীকালে ওই ছাত্রীকে যাতে ব্ল্যাকমেইল করা যায় এবং ফের তাঁর ওপর জোর খাটানো যায়, তার জন্যেই নাকি ঘটনার ভিডিয়ো রেকর্ডিং করতে বলা হয়েছিল।
আরও পড়ুন: কসবা কাণ্ডে বৈঠকে শেষে কী কী সিদ্ধান্ত? দেখুন বড় আপডেট
এদিকে বাজেয়াপ্ত হওয়া কলেজের সিসিটিভির হার্ডডিস্কের ফুটেজ দেখে পুলিশ জানিয়েছে,নির্যাতিতা ছাত্রীর অভিযোগের সত্যতা মিলেছে। ২৫ জুন বিকেল সাড়ে তিনটে থেকে রাত ১০টা ৫০ মিনিট পর্যন্ত সাত ঘণ্টার সিসিটিভি ফুটেজে কলেজ চত্বরের চারপাশের গতিবিধি ধরা পড়েছে। ফুটেজে দেখা যায়, নির্যাতিতাকে জোর করে গার্ডের ঘরে ঢোকানো হয়, যেখানে তিন অভিযুক্ত তাকে যৌন নির্যাতন করে। সিসিটিভি ফুটেজ দেখে মেয়েটির অভিযোগ প্রমাণিত হয়েছে। তাতে তিন অভিযুক্ত, নিরাপত্তারক্ষী ও নির্যাতিতার গতিবিধি দেখা যাচ্ছে। অভিযুক্তের মোবাইল ফোন থেকে দেড় মিনিটের একটি ভিডিয়ো ক্লিপও উদ্ধার করা হয়েছে।
দেখুন ভিডিও