ওয়েব ডেস্ক: মিনিটের মধ্যে ছবির উপর বিভিন্ন ইফেক্ট বা ফিল্টার লাগানো হোক কিংবা অ্যানিমেটেড ক্যারেক্টার তৈরি করা- আজকাল সবেতেই পটু ‘চ্যাট জিপিটি’ (Chat GPT)। গুগলের তরফে ‘জেমিনি’ (Google Gemini) এআই লঞ্চ হলেও তা চ্যট জিপিটিকে টেক্কা দিতে পারেনি। তবে এবার এই মার্কিন এআই (Artificial Intelligence) সংস্থার একাধিপত্যের দিন শেষ। কারণ, চ্যাট জিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে আসছে চীনা সংস্থা ‘আলিবাবা’-র (Alibaba) নতুন এআই মডেল ‘কোয়েন ভিএলও’ (Qwen-VLo)।
সম্প্রতি, চীনা প্রযুক্তি সংস্থা আলিবাবা নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ‘কোয়েন ভিএলও’ লঞ্চ করেছে। আলিবাবার দাবি, নতুন এই মডেল আগের তুলনায় আরও নিখুঁত ভাবে ব্যবহারকারীর ‘কমান্ড’ বুঝতে সক্ষম। শুধু তাই নয় কমান্ড অনুযায়ী আরও নিখুঁত এবং হাই-রিজোলিউশন ছবি তৈরি করতে সক্ষম আলিবাবার এই নতুন এআই মডেল।
আরও পড়ুন: এইসব মোবাইলে আর চলবে না Google Chrome! দেখুন তালিকা
এর আগে আলিবাবা-র ‘কোয়েন ভিএল’ (Qwen-VL) মডেল ছবি তৈরির কাজ করতে পারলেও, বেশ কিছু জটিল কমান্ড দিলেই তা আর কাজ করত না। তবে সংস্থা জানিয়েছে, নতুন কোয়েন ভিএলও মডেলের সেরকম কোনও সমস্যা আসবে না। নতুন এআই মডেলটি নির্ভুলভাবে কাজ করতে পারছে বলে সংস্থার দাবি। বিশেষ করে, ছবি তৈরির সময় নির্দিষ্ট অংশে পরিবর্তন আনলেও অবাঞ্ছিত অংশে যাতে পরিবর্তন না ঘটে, সেই প্রযুক্তিগত সমস্যা এবার অনেকটাই দূর হয়েছে।
চীনের এই এআই মডেলের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এটি একাধিক ভাষার কমান্ড বুঝতে সক্ষম। শুধু ইংরেজি বা চীনা নয়, আরও একাধিক ভাষায় কাজ করার ক্ষমতা এতে রয়েছে। যদিও এখনও পর্যন্ত সব ভাষার তালিকা প্রকাশ করেনি আলিবাবা। এই নতুন মডেলের এআই বিশ্বের এআই প্রযুক্তিতে চীনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলেই মনে করছেন বিশ্লেষকেরা।
দেখুন আরও খবর: