নবগ্রাম: যৌন হেনস্থার (Sexual Harrashment) অভিযোগে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু কার্তিক মহারাজের (Kartik Maharaj) বিরুদ্ধে শাস্তির দাবিতে ফুঁসে উঠল নবগ্রাম (Nabagram)। আজ মঙ্গলবার নবগ্রাম থানার (Nabagram Police Station) সামনে বিক্ষোভে সামিল (Protest) হন বহু সাধারণ মহিলা। ‘ধর্মের নামে অপরাধ বন্ধ হোক’, ‘কার্তিক মহারাজের গ্রেফতার চাই’ এই স্লোগানে কেঁপে উঠল গোটা এলাকা।
বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরেই অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন ওই ব্যক্তি। নবগ্রাম থানায় (Nabagram Police Station) দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে দ্রুত আইনি পদক্ষেপের দাবি জানান তাঁরা। তাঁদের বক্তব্য, ধর্মের নামে কেউ অপরাধ করলে সমাজে তার কোনও জায়গা নেই।
আরও পড়ুন: নারী নির্যাতনের অভিযোগ শান্তিপুরের এক তৃণমূল নেতার বিরুদ্ধে
আজ মঙ্গলবার নবগ্রাম থানায় হাজিরা দেওয়ার জন্য কার্তিক মহারাজের আসার কথা রয়েছে। যদিও এখনও তার ও তার আইনজীবীর দেখা মেলেনি থানা চত্বরে। এখন পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় এটাই দেখার বিষয়।
উল্লেখ্য, কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করে নবগ্রাম থানার পুলিশ। গতকাল সোমবার তাঁকে আইনি নোটিস পাঠানো হয়। নোটিসে স্পষ্ট উল্লেখ রয়েছে, আগামী ১ জুলাই সকাল ১০টায় তাঁকে নবগ্রাম থানায় হাজিরা দিতে হবে। যদিও এখনও দেখা নেই তাঁদের।
দেখুন অন্য খবর