ওয়েব ডেস্ক: মঙ্গলবার ভোরে ভয়াবহ বিস্ফোরণের (Explosion) শব্দে কেঁপে উঠল তামিলনাড়ু (Tamilnadu)। তামিলনাড়ুর একটি বাজি কারখানায় (Fire Cracker Factory) বিস্ফোরণে প্রাণ হারাল ৬ জন। গুরুতর আহত (Injured) আরও ৪ জন। আগুন নিয়ন্ত্রণে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী (Fire Fighters)। আহতের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এখনও উদ্ধারকার্য (Rescue Operation) জারি রয়েছে।
সূত্রের খবর, মঙ্গলবার ভোরে বিরুধুনগর জেলার শিবাকাশির (Sivakasi) কাছে চিন্নাকামানপট্টি (Chinna Kamanpatti) গ্রামের একটি বাজি কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ফলে ভয়াবহ আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। কারখানার ভিতর থেকে ক্রমাগত বাজি ফাটার শব্দ শোনা যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দমকল ও পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে বিরুধুনগর সরকারি হাসপাতালে পাঠায়।
আরও পড়ুন: ধর্মান্তরকরণ করে দলিত নাবালিকাকে সন্ত্রাসী কাজে প্রলুব্ধ করার অভিযোগ, চাঞ্চল্য কেরলে
সূত্রের খবর, দমকল কর্মীদের সহায়তায় বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে। শিবাকাশীর কাছে চিন্নাকামানপট্টিতে বেসরকারি বাজি তৈরির ইউনিটে পৌঁছে রাজস্ব কর্মকর্তারা এবং পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
দেখুন অন্য খবর