কলকাতা: সোমবার সন্ধ্যের পর কলকাতা বিমানবন্দরে দেখা গেল শেহনাজ গিলকে(Shehnaaz Gill)। পরনে ছিল হালকা গোলাপি রঙের টপ। হালকা ধূসর জিন্স আর মাথায় কালো টুপি ও মুখে মাস্ক। গিলের সঙ্গে ছিলেন গিপ্পি গ্রেওয়াল(Gippy Grewal)। তার পরনে ছিল সবুজ রঙের টিশার্ট আর ট্রাউজার। কিন্তু হঠাৎ শেহনাজ গিল ও গিপ্পি কলকাতায় কেন জানেন! বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই চিত্রগ্রাহকদের ক্যামেরার সামনে পড়েন অভিনেতারা। ইতিমধ্যেই নাকি শেহনাজ বাংলা শেখা শুরু করেছেন। দু-একটা প্রমাণ দেবার চেষ্টাও করলেন তিনি। পাপারাৎজিদের চিনতে অসুবিধা হয়নি ‘পঞ্জাবি কি ক্যাটরিনা'(Punjabi Ki Katrina)কে। মাস্ক ছাড়াও দেখা মেলে নায়িকাকে। তারপর তিনি গাড়িতে উঠে পড়েন। কিন্তু গাড়িতে ওঠার আগে সাংবাদিকদের ধন্যবাদ জানাতে ভোলেন না। অন্যদিকে, পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েন গিপ্পি গ্রেওয়ালও।
আরও পড়ুন:কাজলের নতুন রূপ ‘মা’ এর জাদু! বক্সঅফিসে ১২টি ছবির রেকর্ড ভাঙল
জানা যাচ্ছে এস বি এফ এর প্রযোজনায় একটি পঞ্জাবি ছবির শুটিং করতেই নাকি তাঁরা এই তিলোত্তমা শহরে পা রেখেছেন। ছবির নাম ‘সিং ভার্সেস কৌর ২'(Singh Vs Kaur 2) । ছবিটি পরিচালনা করছেন নবনীত সিং। সূত্রের খবর শেহনাজ গিলকে এই ছবিতে নাকি বাংলা বলতেও শোনা যাবে।
প্রসঙ্গত, পঞ্জাবি ছবির মাধ্যমেই অভিনেত্রী হিসেবে ২০১৭ সালে অভিষেক হয় তাঁর ৷ ছবির নাম ‘সাত শ্রী আকাল ইংল্যান্ড’। ২০১৩ সালে নবনীত সিং নির্মিত সিং ভার্সেস কৌর’ ছবিতে ছিলেন না শেহনাজ। ছিলেন গিপ্পি-সহ আরও অনেকে। কিন্তু এবার এই ছবির সিক্যুয়েলে থাকছেন শেহনাজ। কোন চরিত্রে দেখা যাবে তাঁকে সেটাই এখন দেখার।
টেলি তারকা শেহনাজ গিল শুধু একজন অভিনেত্রীই নন, একইসঙ্গে তিনি একজন মডেল ও গায়িকাও বটে। ‘বিগ বস ১৩’-এ ৩১ বছর বয়সি এই পঞ্জাবি গার্লের কাণ্ডকারখানা দর্শকের মনে এতটাই গেঁথে যায় যে এখন বিনোদন দুনিয়ায় শেহনাজ গিল নামটায় যথেষ্ট তাঁর পরিচিতি সম্পর্কে ৷