ওয়েব ডেস্ক: চলতি বছরে ‘বিগবস’ রিয়েলিটি টিভি শো(Big Boss Reality show) ওটিটি(OTT)-তে মুক্তি পায়নি। আর তাতেই দর্শকদের অপেক্ষা কিছুটা দীর্ঘায়িত হয়েছে। প্রতিবছরই ভক্তদের জন্য সলমান খানের এই জনপ্রিয় রিয়ালিটি শো দর্শকদের জন্য নতুন কিছু নিয়ে আসে। শোনা যাচ্ছে আসন্ন ‘বিগবস ১৯'(BIG BOSS 19) এ প্রতিযোগী হিসেবে যোগ দিতে পারে এআই পুতুল(AI Doll)। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পুতুল(Artificial Intelligence Doll)। সংবাদের প্রকাশ যে সংযুক্ত আরব আমিরশাহী(UAE) থেকে ‘হাবুবু’ নামক একটি এআই পুতুল ‘বিগবস ১৯’ এর ঘরে প্রবেশ করবে। সঞ্চালক হিসেবে সলমান খানের(Anchor Salman Khan) পাশাপাশি এই এআই পুতুল থাকার সংবাদ দর্শকদের মনে অন্যরকম আকর্ষণ তৈরি করেছে। ‘হাবুবু'(Habubu AI Doll) পুতুলটি ঠিক কেমন দেখতে হবে তা নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই নানা রকম জল্পনা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে যে হাবুবুকে প্রথমে বিগ বসের ঘরে পাঠানো হবে এবং সেখানে অন্যান্য প্রতিযোগিরা এই পুতুলের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ বিশেষ পুতুলটির চোখ কিছুটা বড় হবে এবং তিনি গোলাপি রঙে লেহেঙ্গা পরে থাকবেন। থাকবে সোনার গয়না। চেহারায় থাকবে রোবোটিক স্পর্শ।
আরও পড়ুন:আইভরি ট্রেঞ্চ কোট ড্রেসে নোরা, ছবি না দেখলেই মিস
এছাড়া বিগবসের ঘরে সলমন কিভাবে ‘হাবুবু’র প্রবেশ পাবেন সেটিও যথেষ্ট আকর্ষণীয় বিষয়! নির্মাতারা বিগবসের ঘরে মশলা যোগ করতেই এই এইআই পুতুল কে নিয়ে আসছেন। এটি এই রিয়েলিটি শোতে একটি অন্য ধরনের বিনোদন নিয়ে আসবে বলে তাদের আশা। তবে এই ধরনের রিয়ালিটি-শোতে এআই প্রতিযোগী নিয়ে আসার ধারনাটি যথেষ্ট কৌতুহলদ্দীপক। খুব স্বাভাবিক কারণেই এই শো-র সঞ্চালক সলমন
খানও নতুন এআই প্রতিযোগীকে নিয়ে যথেষ্ট উত্তেজিত।
প্রসঙ্গত, সলমন খান সঞ্চালিত ‘বিগবস ১৯’ নিয়ে এতদিন নানা ধরনের খবর শোনা যাচ্ছিল। নানান জল্পনা চলছিল প্রতিযোগীদের নাম নিয়ে। শোনা যাচ্ছে সলমনের প্রাক্তন প্রেমিকা লুলিয়া ভান্তুরের সঙ্গেও নাকি নির্মাতারা যোগাযোগ করেছেন। এছাড়া অনুপমার অনুচকা পারিয়া অর্থাৎ অভিনেতা গৌরব খান্না এবং ইউটিউবার লক্ষ্য চৌধুরীর সঙ্গেও নাকি ‘বিগবস’ কর্তৃপক্ষ যোগাযোগ রাখছেন। তবে এখনো হাবুবুর সঙ্গে অন্যান্য প্রতিযোগীদের চূড়ান্ত নাম কিছু জানা যায়নি।