নদিয়া: কসবার আইন কলেজে (Kasba Law College) ছাত্রীকে গণধর্ষণের অভিযোগের মধ্যেই এবার নারী নির্যাতনের অভিযোগ রাজ্যের আরও এক তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত নদিয়ার শান্তিপুরের (Nadia Shantipur) এক তৃণমূল নেতা (Trinamool Leeader)। তিনি বিবাহিত এবং তার দুই সন্তান থাকা সত্ত্বেও সেই সম্পর্ক লুকিয়ে তিনি দ্বিতীয় বিয়ে করেন। পরবর্তীতে দ্বিতীয় স্ত্রীকে নানানভাবে শারীরিক নিগ্রহ, মুখে অ্যাসিড ছোড়ার হুমকি (Acid Attack), পরিকল্পিতভাবে ট্রাকের নিচে চাপা দিয়ে খুনের হুমকি সহ একাধিক হুমকি দেয় শান্তিপুর ব্লক এ তৃণমূলের সভাপতি সুব্রত সরকার।
নিগৃহীতার দ্বিতীয় স্ত্রী অঙ্কিতা কুন্ডুর অভিযোগ, ২০২৩ সালের ২৩ মে নিজের প্রথম বিবাহিত সম্পর্ক লুকিয়ে তাঁকে বিয়ে করেন ওই তৃণমূল নেতা (Trinamool Leader)। পরবর্তীতে সেই সম্পর্কের কথা জানাজানি হওয়ার ফলে দূরত্ব বাড়ে দুজনের মধ্যে। এরপর থেকে নানানভাবে ওই তৃণমূল নেতা এবং তার পরিবার তাঁকে হুমকি দিতে থাকে। কখনও অ্যাসিড হামলার হুমকি (Acid Attack), তো কখনও সরাসরি খুনের হুমকি দেওয়া শুরু হয়।
আরও পড়ুন: প্রবীণ বাম নেতাকে রাস্তায় ফেলে মার, প্রকাশ্যে তৃণমূল নেত্রীর দাদাগিরি
শুধু তাই নয়, দ্বিতীয় বিয়ের পরেও তৃতীয় আরেকটি সম্পর্কে জড়িয়ে পড়তে শুরু করে সুব্রত। তার প্রতিবাদ করলে অত্যাচার এবং হুমকির পরিমাণ দ্বিগুণ হয়। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে সুব্রত বলেন, তাকে ফাঁসানো হচ্ছে। এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ।
যদিও তৃণমূলের ওই নেতাকে তীব্র আক্রমণ করে শান্তিপুরের বিজেপি (BJP) নেতা চঞ্চল চক্রবর্তী বলেন, এটাই তৃণমূলের সংস্কৃতি (Trinamool)। কসবায় তৃণমূলের নেতাই ধর্ষণে যুক্ত। আর এখানে তাদের নেতাই নারী নির্যাতনের কান্ডারী। মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও বাংলার নারীরা কিভাবে লাঞ্ছিত সেটা দেখা যাচ্ছে।
দেখুন অন্য খবর