ওয়েব ডেস্ক: সিরিয়ার (Syria) উপর থেকে দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করল আমেরিকা (America)। সোমবার এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আমেরিকার প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের ফলে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া আবারও আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় যুক্ত হওয়ার সুযোগ পাবে।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, নয়া নির্দেশে মূল নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে বহাল থাকবে পূর্ববর্তী নিষেধাজ্ঞাগুলি।
আরও পড়ুন: ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত, শুল্কে কত ছাড় পাবে ভারত?
গত ডিসেম্বরে ইসলামপন্থী বিদ্রোহীদের ঝটিকা অভিযানে আসাদ সরকারের পতন ঘটে। এর পরে থেকেই সিরিয়া আন্তর্জাতিক সম্পর্ক ও বাণিজ্য সম্পর্কের জন্য তৎপর হয়ে ওঠে। সিরিয়ার বিদেশমন্ত্রী আসাদ আল-শিবানি বলেন, “আমেরিকার নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত আমাদের বহু প্রতীক্ষিত পুনর্গঠন ও উন্নয়নের পথ উন্মুক্ত করবে।” ‘এক্স’–এর একটি পোস্টে তিনি লিখেছেন, ‘এই সিদ্ধান্ত অর্থনৈতিক পুনরুদ্ধারে দীর্ঘদিনের অন্তরায় সরিয়ে দিল।’
সূত্রের খবর, মে-তে সৌদি আরবের রাজধানী রিয়াধে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠকেই এই নীতিগত পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠকে তিনি ঘোষণা করেন, আমেরিকা সিরিয়ার উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। সোমবারের আদেশ সে প্রতিশ্রুতিরই বাস্তবায়ন।
দেখুন আরও খবর: