ত্রিপুরায় নাইট কারফিউ ভাঙার অভিযোগে গ্রেফতার করা হল তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা ও জয়া দত্তকে।
জানা গিয়েছে, গতকাল শনিবার তাঁদের উপর আক্রমণের পর যখন পুলিশ তাদের এসকর্ট করে করে নিয়ে আসছিল সে সময়ে সন্ধ্যে সাতটা পেরিয়ে গিয়েছে। ত্রিপুরা প্রশাসনের নিয়ম অনুযায়ী করোনা পরিস্থিতির জন্য সন্ধ্যে সাতটার পর নাইট কার্ফু জারি রয়েছে। সেই অভিযোগেই তাদেরকে আটক করে ত্রিপুরার খোয়াই থানার পুলিশ। রবিবার সকালে থানা থেকে ভিডিও মারফত এই বার্তাই দেন যুবনেতা দেবাংশু। থানাতেই প্রতিবাদে বসেছেন সুদীপ রাহা, জয়া দত্তরা।
আরও পড়ুন: তৃণমূলের উপর বিজেপি হামলা, নিন্দায় ত্রিপুরার বাম-বিবৃতি
আরও পড়ুন: রবিবার ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
অন্যদিকে আর কিছুক্ষণের মধ্যেই সকাল আটটায় আগরতলায় পৌঁছানোর কথা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের। গতকালের আক্রমণের ঘটনায় আজ রবিবার গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করবে তৃণমূল। ত্রিপুরার রাজ্যপালের সঙ্গেও সাক্ষাৎ করবে তৃণমূল নেতৃত্ব। প্রতিনিধি দলে থাকছেন দোলা সেন কুণাল ঘোষ ও ব্রাত্য বসু।