কাঁথি: সড়ক দুর্ঘটনার কবলে দিব্যেন্দু অধিকারী৷ দুর্ঘটনার জেরে আহত হন তিনি৷ শনিবার কলকাতা থেকে কাঁথি ফিরছিলেন তমলুকের সাংসদ৷ কিন্তু ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন৷ তিনি ছাড়াও গাড়িতে ছিলেন বেশ কয়েকজন৷ তাঁরাও আঘাত পেয়েছেন৷ ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি৷
আরও পড়ুন: আক্রান্ত দেবাংশু,সুদীপ-জয়া, রবিবার ত্রিপুরাজুড়ে তৃণমূলের বিক্ষোভ
যদিও দিব্যেন্দুর আঘাত গুরুতর ছিল না৷ দুর্ঘটনার পর তাঁকে এবং বাকিদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে৷ প্রাথমিক চিকিৎসার পর তমলুকের সাংসদ ও তাঁর সঙ্গীদের ছেড়ে দেওয়া হয়৷ বাড়ি ফিরে যান দিব্যেন্দু৷ তবে ঠিক কী কারণে দুর্ঘটনা তা স্পষ্ট নয়৷ পলাতক ট্যাঙ্কার চালক৷
আরও পড়ুন: বিতর্কিত ট্যুইট সরিয়ে দেওয়ার পর সাময়িক বন্ধ রাহুলের ট্যুইটার অ্যাকাউন্ট
দিব্যেন্দুর ঘনিষ্ঠরা জানিয়েছেন, এদিন তিনি কলকাতা থেকে কাঁথি ফিরছিলেন৷ চন্ডীপুরের কাছে আসতেই দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি৷ একটি ট্যাঙ্কার ধাক্কা মারে সাংসদের গাড়িতে৷ তাতে গাড়ির ভেতর থাকা সকলে অল্পবিস্তর চোট পান৷ এদিকে দুর্ঘটনার পর থেকেই পলাতক গাড়ির চালক৷