কলকাতা: ক্রমশ প্রকাশ্যে আসছে পর্ন ছবির দুনিয়ার অন্দরমহলের খবর। সমাজের অনেক গভীরে যে এই কারবারের জাল বিস্তার করছে তা স্পষ্ট হয়ে উঠছে। এবার পর্নগ্রাফি সংক্রান্ত অভিযোগ দায়ের হল কলকাতার যাদবপুর থানায়।
আরও পড়ুন- পুকুর ভরাট হলেই স্থানীয় ওসি-র বিরুদ্ধে এফআইআর: ফিরহাদ
পর্ন ছবির রেশ আরব সাগরের পার থেকে ছড়িয়ে পড়েছে সমগ্র দেশে। মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছে অভিনেত্রি শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে। তার বিরুদ্ধে পর্ন ছবির কারবারের অভিযোগ উঠেছে। এরপরে কলকাতা লাগোয়া নিউটাউন থেকে একাধিক ব্যক্তিকে একই অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।
আরও পড়ুন- এটিএমের সামনে ৪ লক্ষ টাকা লুঠ, লালবাজারের গোয়েন্দাদের হাতে গ্রেফতার ৪
সেই রেশ এবার এসে পড়ল খাস কলকাতায়। দক্ষিণ কলকাতার যাদবপুর থানায় অভিযোগ দায়ের করলেন এক উঠতি অভিনেত্রী। ওই অভিনেত্রীর বাড়ি যাদবপুরের বাপুজি নগরে। গত শুক্রবার রাতে যাদবপুর থানায় গিয়ে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। পর্ন ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল ওই অভিনেত্রীকে। টাকা এবং খ্যাতির প্রলোভন দেখানো হয়েছিল বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন- সহস্রাব্দ প্রাচীন ভারতীয় দেবতার মূর্তি উদ্ধার বাংলাদেশে
অভিনেত্রীকে পর্ন ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া ব্যক্তির নাম অভিষেক দাস। অভিনেত্রীর অভিযোগ, অভিযুক্ত অভিষেক মোবাইল ফোনে এবং মেসেজ করে তাকে একটি বাংলা সিনেমা এবং টেলিভিশন সিরিয়াল এর জন্য পর্নো শুট করার প্রস্তাব দেয়। সে বলে, এই ধরনের শুটিং করলে অনেক দামি অভিনেতা ও অভিনেত্রীর সঙ্গে পরিচয় হবে। তার প্রস্তাবে সাড়া দেননি ওই অভিনেত্রী। এমনই জানিয়েছেন অভিযোগকারী।
পর্ন কাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্ত অভিষেক দাস। তার সন্ধানে পুলিশ তল্লাশি শুরু করেছে। তদন্তে নেমেছে যাদবপুর থানার পুলিশ।