কলকাতা: শহর কলকাতায় পুকুর ভরাট রুখতে তৎপর কলকাতা পুরসভা৷ শনিবার টক টু কেএমসি অনুষ্ঠানে পুর প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম বলেন, কলকাতার যে থানা এলাকায় পুকুর ভরাট হবে, সংশ্লিষ্ট থানার ওসি-র বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। অনেক ক্ষেত্রেই পুকুরের চারপাশে আবর্জনা ফলে বোজানোর কাজ চলছে৷
আরও পড়ুন- এটিএমের সামনে ৪ লক্ষ টাকা লুঠ, লালবাজারের গোয়েন্দাদের হাতে গ্রেফতার ৪
কলকাতায় পুকুর বোজানোর ঘটনা কোনও নতুন বিষয় নয়। সচেতন মানুষ অভিযোগ করেও সুরাহা পান না বলে অভিযোগ৷ এ দিনের টক টু কেএমসি অনুষ্ঠানে সেই বিষয়টি উঠে আসে৷ তখন ফিরহাদ বলেন, ‘‘পুকুর বোজানোর ক্ষেত্রে থানাকেই প্রথম হস্তক্ষেপ করে আইনি ব্যবস্থা নিতে হবে। যদি তা না করা হয়, তাহলে সংশ্লিষ্ট থানা তথা আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ করুন।’’ যে কোনও ধরনের অবৈধ কাজ কর্ম রক্ষার দায়িত্ব সংশ্লিষ্ট এলাকার থানা গুলির হাতেই রয়েছে বলেও জানান ফিরহাদ।